ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭৩৮
সালাতের মধ্যে দৃষ্টি বা মুখ ঘোরানো, আশেপাশে তাকানো এবং ঘাড় ঘোরানো
(৭৩৮) আয়িশা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে সালাতের মধ্যে দৃষ্টি বা মুখ ঘোরানো বা এদিক সেদিকে তাকানো সম্পর্কে জিজ্ঞাসা করলাম । তিনি বললেন, এ হল গোপন চুরি, যা শয়তান বান্দার সালাত থেকে চুরি করে নেয় ।
عن عائشة رضي الله عنها قالت: سألت رسول الله صلى الله عليه وسلم عن الالتفات في الصلاة فقال هو اختلاس يختلسه الشيطان من صلاة العبد
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৭৩৯
সালাতের মধ্যে দৃষ্টি বা মুখ ঘোরানো, আশেপাশে তাকানো এবং ঘাড় ঘোরানো
(৭৩৯) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতের মধ্যে ডানে বামে তাকাতেন, তবে তিনি তাঁর ঘাড় তাঁর পিঠের দিকে ঘুরাতেন না।
عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يلحظ في الصلاة يمينا وشمالا ولا يلوي عنقه خلف ظهره
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান