ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭৩২
সালাতের মধ্যে কাঁকর সমান করা, কপাল মোছা ও অকারণ নড়াচড়া মাকরূহ
(৭৩২) মুআইকীব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মসজিদের মধ্যে (সালাতরত অবস্থায় সাজদার জন্য) কাঁকর মোছার কথা উল্লেখ করেন। তিনি বলেন, যদি তোমার একান্তই প্রয়োজন হয় তাহলে একবার মাত্র।
عن معيقيب رضي الله عنه قال: ذكر النبي صلى الله عليه وسلم المسح في المسجد يعني الحصى قال إن كنت لابد فاعلا فواحدة. (في الرجل يسوي التراب حيث يسجد قال: إن كنت فاعلا فواحدة)
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৭৩৩
সালাতের মধ্যে কাঁকর সমান করা, কপাল মোছা ও অকারণ নড়াচড়া মাকরূহ
(৭৩৩) বুরাইদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনটি কাজ অভদ্রতা ও অশালীনতার অন্তর্ভুক্ত... সেগুলোর মধ্যে রয়েছে, অথবা সালাত শেষ করার আগেই কপালের ধুলাবালি মুছবে, অথবা সাজদার মধ্যে ফুঁ দিবে (ফুঁ দিয়ে সাজদার স্থান পরিষ্কার করে নেবে')।
عن بريدة رضي الله عنه مرفوعا: ثلاث من الجفاء وفيه: أويمسح جبهته قبل أن يفرغ من صلاته أو ينفخ في سجوده
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৭৩৪
সালাতের মধ্যে কাঁকর সমান করা, কপাল মোছা ও অকারণ নড়াচড়া মাকরূহ
(৭৩৪) তাবিয়ি আলী মুআবি বলেন, ইবন উমার রা. দেখেন যে, আমি সালাতের মধ্যে কাঁকর নাড়াচাড়া করছি। যখন আমি সালাত শেষ করলাম তখন তিনি আমাকে নিষেধ করলেন।
عن علي المعاوي قال: رأني ابن عمر رضي الله عنهما وأنا أبعث بالحصى في الصلاة فلما انصرفت نهاني
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৭৩৫
সালাতের মধ্যে কাঁকর সমান করা, কপাল মোছা ও অকারণ নড়াচড়া মাকরূহ
(৭৩৫) তাবিয়ি ইয়াহইয়া ইবন আবু কাসীর (মৃঃ ১৩২ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তোমাদের জন্য ছয়টি কাজ অপছন্দ করেন, তন্মধ্যে একটি সালাতের মধ্যে অকারণ হাত-পা নাড়ানো বা অপ্রয়োজনীয় কর্ম করা।
عن يحيى بن أبي كثير مرسلًا مرفوعا: إن الله كره لكم ستا العبث في الصلاة...
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান