ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭ টি
হাদীস নং: ৭২০
নামাযের অধ্যায়
সুতরা বা আড়াল সামনে রেখে সালাত আদায় করা এবং তার পদ্ধতি
(৭২০) তালহা ইবন উবাইদুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যদি তার সামনে উটের পিঠের আসনের পেছনে হেলান দেওয়ার কাঠের পরিমাণ কিছু তার সামনে রাখে তাহলে সে সালাত আদায় করবে এবং ওই আড়ালের বাইরে দিয়ে কে চলাচল করল সে দিকে ভ্রুক্ষেপ করবে না।
كتاب الصلاة
عن طلحة بن عبيد الله رضي الله عنه مرفوعا : إذا وضع أحدكم بين يديه مثل مؤخرة الرحل فليصل ولا يبال من مر وراء ذلك
তাহকীক:
হাদীস নং: ৭২১
নামাযের অধ্যায়
সুতরা বা আড়াল সামনে রেখে সালাত আদায় করা এবং তার পদ্ধতি
(৭২১) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে সালাত আদায়কারীর সুতরা বা আড়াল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, উটের পিঠের আসনের পেছনে ঠেস দেওয়ার কাঠের পরিমাণ।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها أنها قالت: سئل رسول الله صلى الله عليه وسلم عن سترة المصلي فقال مثل مؤخرة الرحل
তাহকীক:
হাদীস নং: ৭২২
নামাযের অধ্যায়
সুতরা বা আড়াল সামনে রেখে সালাত আদায় করা এবং তার পদ্ধতি
(৭২২) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন সালাত আদায় করবে সে যেন সুতরা বা আড়াল সামনে রেখে সালাত আদায় করে এবং সে যেন আড়ালটির কাছে দাঁড়ায়।
كتاب الصلاة
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: إذا صلى أحدكم فليصل إلى سترة وليدن منها
তাহকীক:
হাদীস নং: ৭২৩
নামাযের অধ্যায়
সুতরা বা আড়াল সামনে রেখে সালাত আদায় করা এবং তার পদ্ধতি
(৭২৩) মিকদাদ ইবনুল আসওয়াদ রা. বলেন, আমি দেখেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) যখনই কোনো লাঠি, খুঁটি বা গাছের দিকে সালাত আদায় করতেন তখন তাকে তার ডান বা বাম ভ্রু সোজা রাখতেন। তিনি সরাসরি তাকে সামনে রাখতেন না।
كتاب الصلاة
عن المقداد بن الأسود رضي الله عنه قال: ما رأيت رسول الله صلى الله عليه وسلم يصلي إلى عود ولا عمود ولا شجرة إلا جعله على حاجبه الأيمن أو الأيسر ولا يصمد له صمدا
তাহকীক:
হাদীস নং: ৭২৪
নামাযের অধ্যায়
সুতরা বা আড়াল সামনে রেখে সালাত আদায় করা এবং তার পদ্ধতি
(৭২৪) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইমামের সুতরা তার পেছনে যারা থাকবে তাদের সুতরা।
كتاب الصلاة
عن أنس بن مالك رضي الله عنه مرفوعا قال: سترة الإمام سترة من خلفه
তাহকীক:
হাদীস নং: ৭২৫
নামাযের অধ্যায়
সুতরা বা আড়াল সামনে রেখে সালাত আদায় করা এবং তার পদ্ধতি
(৭২৫) আবু জুহাইফা রা. বলেন, (বিদায় হজ্জের শেষে ) রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে নিয়ে বাতহা প্রান্তরে সালাত আদায় করেন। তাঁর সামনে একটি বল্লম ছিল।... তাঁর সামনে দিয়ে নারী, গাধা ইত্যাদি চলাচল করছিল।
كتاب الصلاة
عن أبي جحيفة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم صلى بهم بالبطحاء وبين يديه عنزة... تمر بين يديه المرأة والحمار... كان يمر من ورائها المرأة والحمار
তাহকীক:
হাদীস নং: ৭২৬
নামাযের অধ্যায়
সুতরা বা আড়াল সামনে রেখে সালাত আদায় করা এবং তার পদ্ধতি
(৭২৬) আবু হুরাইরা রা. থেকে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ সালাত আদায় করবে তখন সে যেন তার সামনে কিছু রাখে। যদি কিছু না পায় তাহলে সে যেন একটি লাঠি দাঁড় করিয়ে রাখে। যদি তার সাথে লাঠি না থাকে তাহলে সে যেন একটি দাগ কেটে নেয়। এরপর তার সামনে দিয়ে কিছু গমন করলে তার কোনো ক্ষতি হবে না।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا صلى أحدكم فليجعل تلقاء وجهه شيئا فإن لم يجد شيئا فلينصب عصا فإن لم يكن معه عصا فليخطط خطا ثم لا يضره ما مر بين يديه
তাহকীক: