ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৫১
নামাযের অধ্যায়
কাতারের পিছে একা সালাত আদায় করা
(৬৫১) ওয়াবিসা ইবন মা'বাদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দেখেন যে একব্যক্তি কাতারের পেছনে একাকী দাঁড়িয়ে সালাত আদায় করেছে। তখন তিনি তাকে পুনরায় সালাত আদায়ের নির্দেশ প্রদান করেন।
كتاب الصلاة
عن وابصة بن معبد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم رأى رجلا صلى وحده خلف الصف فأمره أن يعيد صلاته
হাদীস নং: ৬৫২
নামাযের অধ্যায়
কাতারের পিছে একা সালাত আদায় করা
(৬৫২) আবু বাকরাহ রা. বলেন, তিনি একদিন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে দেখেন যে তিনি রুকুরত রয়েছেন। তখন তিনি কাতারের পেছনেই রুকুতে চলে যান (আবু দাউদের বর্ণনায়: রুকুরত অবস্থায় হেঁটে তিনি কাতারে যোগ দেন)। তিনি বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ) কে বলেন। তখন তিনি বলেন, আল্লাহ তোমার আগ্রহ বৃদ্ধি করুন! এরূপ আর করবে না।
كتاب الصلاة
عن أبي بكرة رضي الله عنه أنه انتهى إلى النبي صلى الله عليه وسلم وهو راكع فركع قبل أن يصل إلى الصف (في رواية أبي داود: ثم مشى إلى الصف) فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فقال: زادك الله حرصا ولا تعد