ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫৪৭
সালাম ও ঘুরে বসার মধ্যবর্তী সময়ের পরিমাণ
(৫৪৭) আয়িশা রা. বলেন, 'আল্লাহুম্মা আনতাস সালাম... 'হে আল্লাহ, আপনিই শান্তি, আপনার থেকেই শান্তি, মহা-বরকতময় আপনি, হে মর্যাদা ও সম্মানের অধিকারী' এই কথাটুকু বলার পরিমাণ সময়ের বেশী রাসূলুল্লাহ (ﷺ) বসতেন না।
عن عائشة رضي الله عنها قالت: كان النبي صلى الله عليه وسلم إذا سلم لم يقعد إلا مقدار ما يقول: اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام

তাহকীক:
তাহকীক চলমান
