ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৫৩৭
সালাতের পরে যিকির আযকার
(৫৩৭) মুগীরাহ ইবন শু’বা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক ফরয সালাতের শেষে বলতেন, ‘নেই কোনো মা'বুদ আল্লাহ ছাড়া, তিনি একক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই । এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। হে আল্লাহ, আপনি যা প্রদান করেন তা নিষেধ করার কেউ নেই। এবং আপনি যা নিষেধ করেন তা প্রদান করার কেউ নেই। এবং কোনো সম্পদশালীর সম্পদ আপনার মর্যির বাইরে কোনো উপকারে লাগে না।
عن المغيرة بن شعبة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يقول في دبر كل صلاة مكتوبة: لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৩৮
সালাতের পরে যিকির আযকার
(৫৩৮) সাওবান রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাত শেষ করতেন তখন তিনবার আসতাগফিরুল্লাহ' (আমি আল্লাহর নিকট ক্ষমা চাই) বলতেন । এরপর বলতেন, 'হে আল্লাহ, আপনিই শান্তি, আপনার থেকেই শান্তি, মহাবরকতময় আপনি, হে মর্যাদা ও সম্মানের অধিকারী’ ।
عن ثوبان رضي الله عنه مرفوعا: إذا انصرف من صلاته استغفر ثلاثا وقال: اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৫৩৯
সালাতের পরে যিকির আযকার
(৫৩৯) কা'ব ইবন উজরাহ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পিছে রেখে যাওয়া কিছু বাক্য যে সেগুলো বলবে বা যে সেগুলো পালন করবে সে হতাশ বা বঞ্চিত হবে না: ৩৩ বার 'সুবহানাল্লাহ', ৩৩ বার আলহামদু লিল্লাহ' ও ৩৪ বার 'আল্লাহু আকবার', প্রত্যেক সালাতের শেষে ।
عن كعب بن عجرة رضي الله عنه مرفوعا قال: معقبات لا يخيب قائلهن أو فاعلهن دبر كل صلاة مكتوبة ثلاث وثلاثون تسبيحة وثلاث وثلاثون تحميدة وأربع وثلاثون تكبيرة في دبر كل صلاة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৪০
সালাতের পরে যিকির আযকার
(৫৪০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে ৩৩ বার 'সুবহানাল্লাহ', ৩৩ বার 'আলহামদু লিল্লাহ' ও ৩৩ বার আল্লাহু আকবার' বলবে... এবং ১০০ পূর্ণ করতে বলবে, 'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু...', অর্থাৎ ‘নেই কোনো মা'বুদ আল্লাহ ছাড়া, তিনি একক, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান', ওই ব্যক্তির পাপসমূহ ক্ষমা করা হবে, যদিও তা সমূদ্রের ফেনার মতো হয়।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من سبح الله في دبر كل صلاة ثلاثا وثلاثين وحمد الله ثلاثا وثلاثين وكبر الله ثلاثا وثلاثين... وقال تمام المائة: لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه وإن كانت مثل زبد البحر
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৪১
সালাতের পরে যিকির আযকার
(৫৪১) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরয সালাতের পরে আয়াতুল কুরসি' পাঠ করবে মৃত্যু ছাড়া আর কিছুই তার জান্নাতে প্রবেশ রোধ করবে না।
عن أبي أمامة رضي الله عنه مرفوعا: من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت وقل هو الله أحد
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৪২
সালাতের পরে যিকির আযকার
(৫৪২) হাসান ইবন আলী রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরয সালাতের পরে 'আয়াতুল কুরসি' পাঠ করবে সে পরবর্তী সালাত পর্যন্ত আল্লাহর যিম্মায় থাকবে।
عن الحسن بن علي رضي الله عنهما مرفوعا: من قرأ آية الكرسي في دبر الصلاة المكتوبة كان في ذمة الله إلى الصلاة الأخرى
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৪৩
সালাতের পরে যিকির আযকার
(৫৪৩) উকবাহ ইবন আমির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে নির্দেশ দিয়েছেন, যেন আমি প্রত্যেক সালাতের পরে আউযু' সূরাগুলো, অর্থাৎ সূরা ফালাক ও সূরা নাস পাঠ করি।
عن عقبة بن عامر رضي الله عنه قال: أمرني رسول الله صلى الله عليه وسلم أن أقرأ بالمعوذات (لفظ الترمذي: بالمعوذتين) دبر كل صلاة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান