ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৪৪০
নামাযের অধ্যায়
ইমাম সশব্দে বা চুপেচুপে কুরআন পাঠ করলে মুক্তাদি নীরবে শুনবেন এবং ইমামের সাথে কোনো প্রকার কিরাআত নেই
(৪৪০) আবু মুসা আশআরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন যে, যখন তোমরা সালাতে দাঁড়াবে তখন তোমাদের মধ্য থেকে একজন ইমাম হবে এবং যখন ইমাম কুরআন পাঠ করবে তখন তোমরা মনোযাগী শ্রোতার ন্যায় নীরব নিশ্চুপ থাকবে।
كتاب الصلاة
عن أبي موسى رضي الله عنه قال: علمنا رسول الله صلى الله عليه وسلم قال: إذا قمتم إلى الصلاة فليؤمكم أحدكم وإذا قرأ الإمام فأنصتوا. ولفظ مسلم في حديث أبي موسى: وإذا قرأ فأنصتوا
তাহকীক:
হাদীস নং: ৪৪১
নামাযের অধ্যায়
ইমাম সশব্দে বা চুপেচুপে কুরআন পাঠ করলে মুক্তাদি নীরবে শুনবেন এবং ইমামের সাথে কোনো প্রকার কিরাআত নেই
(৪৪১) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইমাম বানানো হয়েছে তার অনুসরণ করার জন্য। ইমাম যখন 'আল্লাহু আকবার' বলবেন তখন তোমরা আল্লাহু আকবার' বলবে। আর যখন তিনি কুরআন পাঠ করবেন তখন তোমরা মনোযোগী শ্রোতার ন্যায় নীরব নিশ্চুপ থাকবে ।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إنما جعل الإمام ليؤتم به فإذا كبر فكبروا وإذا قرأ فأنصتوا
তাহকীক:
হাদীস নং: ৪৪২
নামাযের অধ্যায়
ইমাম সশব্দে বা চুপেচুপে কুরআন পাঠ করলে মুক্তাদি নীরবে শুনবেন এবং ইমামের সাথে কোনো প্রকার কিরাআত নেই
(৪৪২) ইমরান ইবন হুসাইন রা. বলেন, একদিন রাসূলুল্লাহ (ﷺ) যুহরের সালাত আদায় করেন। তখন একব্যক্তি তাঁর পিছে ‘সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা' সূরাটি পাঠ করতে থাকে। তিনি সালাত শেষ করে বলেন, তোমাদের মধ্যে কে পাঠ করেছে? বা তোমাদের মধ্যে পাঠকারী কে? একব্যক্তি বলে, আমি। তখন তিনি বলেন, আমি ধারণা করেছিলাম যে, তোমাদের মধ্য থেকে কেউ তা নিয়ে আমাকে বিরক্ত করছে বা টানাটানি করছে।
كتاب الصلاة
عن عمران بن حصين رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم صلى الظهر فجعل رجل يقرأ خلفه بسبح اسم ربك الأعلى فلما انصرف قال: أيكم قرأ أو أيكم القارئ؟ فقال رجل: أنا فقال: قد ظننت أنّ بعضكم خالجنيها
তাহকীক:
হাদীস নং: ৪৪৩
নামাযের অধ্যায়
ইমাম সশব্দে বা চুপেচুপে কুরআন পাঠ করলে মুক্তাদি নীরবে শুনবেন এবং ইমামের সাথে কোনো প্রকার কিরাআত নেই
(৪৪৩) যাইদ ইবন সাবিত রা. বলেন, ইমামের পিছে কোনো কিছুতেই কোনো প্রকার কুরআন পাঠ নেই।
كتاب الصلاة
عن زيد بن ثابت رضي الله عنه قال: لا قراءة مع الإمام في شيء
তাহকীক: