ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৪৩০
আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ চুপে চুপে বলা
(৪৩০) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ), আবু বাকর রা. ও উমার রা. আলহামদু লিল্লাহি রাবিবল আলামীন' দ্বারা সালাত শুরু করতেন। (অর্থাৎ এর পূর্বের দুআ, আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ চুপে চুপে বলতেন)।
عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم وأبا بكر وعمر رضي الله عنهم كانوا يفتتحون الصلاة بـ {الحمد لله رب العالمين}
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৩১
আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ চুপে চুপে বলা
(৪৩১) আনাস রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ), আবু বাকর ও উমার রা.র সাথে সালাত আদায় করেছি, তাঁরা 'বিসমিল্লাহির রহমানির রাহীম' শব্দ করে বলতেন না।
عن أنس رضي الله عنه قال: صليت مع رسول الله صلى الله عليه وسلم ومع أبي بكر ومع عمر فلم يجهروا ب(بسم الله الرحمن الرحيم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৩২
আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ চুপে চুপে বলা
(৪৩২) ওয়ায়িল ইবন হুজর রা. বলেন, তারা তাআউয (আউযু বিল্লাহ...) ও বাসমালাহ (বিসমিল্লাহ...) সালাতের মধ্যে চুপে চুপে বলতেন।
عن وائل بن حجر رضي الله عنه قال: كانوا يسرون التعوذ والبسملة في الصلاة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৩৩
আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ চুপে চুপে বলা
(৪৩৩) আব্দুল্লাহ ইবন মুগাফফাল রা.র পুত্র বলেন, আমার পিতা শুনতে পান যে, আমি সালাতের মধ্যে (সশব্দে) 'বিসমিল্লাহির রহমানির রাহীম' বলছি । তখন তিনি আমাকে বলেন, বেটা, (এভাবে শব্দ করে বিসমিল্লাহ বলা) নব উদ্ভাবিত বিদআত। খবরদার, তুমি নব উদ্ভাবন পরিহার করবে।
عن ابن عبد الله بن مغفل قال: سمعني أبي وأنا في الصلاة أقول: بسم الله الرحمن الرحيم فقال لي: أي بني محدث إياك والحدث
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান