ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৪২৫
ডান হাত বাম হাতের উপর রাখা ও তার স্থান
(৪২৫) ওয়ায়িল ইবন হুজর রা. বলেন, আমি দেখলাম, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর ডানহাত তাঁর বাম হাতের উপর নাভির নীচে রেখেছেন।
عن وائل بن حجر رضي الله عنه قال: رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله تحت السرة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪২৬
ডান হাত বাম হাতের উপর রাখা ও তার স্থান
(৪২৬) ওয়ায়িল ইবন হুজর রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সালাত আদায় করলাম। তিনি তাঁর ডান হাতকে বাম হাতের উপরে পেট বা বুকের উপরে রেখেছিলেন।
عن وائل بن حجر رضي الله عنه قال: صليت مع رسول الله صلى الله عليه وسلم ووضع يده اليمنى على يده اليسرى على صدره
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৪২৭
ডান হাত বাম হাতের উপর রাখা ও তার স্থান
(৪২৭) তাবিয়ি জারীর দাব্বি বলেন, আমি আলী রা.কে দেখলাম তিনি তার বাম হাতকে ডানহাত দিয়ে কবজির উপর আঁকড়ে ধরে নাভির উপরে রেখেছেন।
عن جرير الضبي قال: رأيت عليا رضي الله عنه يمسك شماله بيمينه على الرسغ فوق السرة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৪২৮
ডান হাত বাম হাতের উপর রাখা ও তার স্থান
(৪২৮) আলী রা. বলেন, সুন্নত হল সালাতের মধ্যে হাতের উপর হাত নাভির নীচে রাখা।
عن علي رضي الله عنه قال: من السنة وضع الكف على الكف في الصلاة تحت السرة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা