ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪১৫
সালাতের চাবি, তাহরীমা ও সমাপ্তি
(৪১৫) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, সালাতের চাবি হল তাকবীর এবং এর সমাপ্তি হল সালাম।
عن عبد الله رضي الله عنه قال: مفتاح الصلاة التكبير وانقضاؤها التسليم

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪১৬
সালাতের চাবি, তাহরীমা ও সমাপ্তি
(৪১৬) আলী রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পবিত্রতা সালাতের চাবি, তাকবীর এর উদ্বোধন এবং সালাম এর পরিসমাপ্তি ।
عن علي رضي الله عنه مرفوعا: مفتاح الصلاة الطهور وتحريمها التكبير وتحليلها التسليم

তাহকীক:
তাহকীক চলমান
