ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৮২
মহল্লার আযানই যথেষ্ট
(৩৮২) তাবিয়ি আসওয়াদ ও আলকামা বলেন, আমরা দুইজন আব্দুল্লাহ ইবন মাসউদের বাড়িতে উপস্থিত হই। তিনি বলেন, এরা কি তোমাদের পিছে (জামাআতে) সালাত আদায় করেছে? আমরা বললাম, না। তিনি বললেন, উঠো এবং সালাত আদায় করো। তিনি আযান ও ইকামতের কোনো নির্দেশ প্রদান করলেন না।
عن الأسود وعلقمة قال: أتينا عبد الله في داره فقال: أصلى هؤلاء خلفكم؟ قلنا: لا، قال: فقوموا فصلوا فلم يأمر بأذان ولا إقامة

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৮৩
মহল্লার আযানই যথেষ্ট
(৩৮৩) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, আব্দুল্লাহ ইবন মাসউদ বলেছেন, (মহল্লার) ইমামের ইকামতই (মহল্লার সবার জন্য) যথেষ্ট ।
عن إبراهيم عن ابن مسعود رضي الله عنه: إقامة الإمام تجزئ، والطبراني عنه: إقامة المصر تكفي

তাহকীক:
তাহকীক চলমান
