ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৭৯
কাযা সালাতের জন্য আযান ও ইকামত
(৩৭৯) আব্দুল্লাহ ইবন মাসউদ রা.র পুত্র তাবিয়ি আবু উবাইদাহ (মৃ: ৮৩ হি.) বলেন, আব্দুল্লাহ ইবন মাসউদ রা. (মৃঃ ৩২হি.) বলেছেন, খন্দকের যুদ্ধের সময় মুশরিকগণ রাসূলুল্লাহ (ﷺ) কে চার ওয়াক্ত সালাত থেকে ব্যস্ত রাখে। এভাবে যুদ্ধের ব্যস্ততার মধ্যে অনেক রাত হয়ে যায়। তখন তিনি বিলালকে নির্দেশ দেন এবং বিলাল আযান দেন। অতঃপর তিনি ইকামত দেন এবং রাসূলুল্লাহ (ﷺ) যুহরের সালাত আদায় করেন। এরপর ইকামত দেন এবং আসরের সালাত আদায় করেন। এরপর ইকামত দেন এবং মাগরিবের সালাত আদায় করেন। এরপর ইকামত দেন এবং ইশার সালাত আদায় করেন।
عن أبي عبيدة قال قال عبد الله رضي الله عنه: إن المشركين شغلوا النبي صلى الله عليه وسلم عن أربع صلوات يوم الخندق حتى ذهب من الليل ما شاء الله قال فأمر بلالا فأذن ثم أقام فصلى الظهر ثم أقام فصلى العصر ثم أقام فصلى المغرب ثم أقام فصلى العشاء

তাহকীক:
তাহকীক চলমান
