ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৪৫
আযান ও মুয়াযযিনগণের মর্যাদা
(৩৪৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি মানুষেরা জানত যে আযানে এবং প্রথম সারিতে কী আছে এবং এরপর এজন্য লটারি করা ছাড়া কোনো উপায় না থাকত তাহলে তারা এ বিষয়ে লটারি করত। আর যদি তারা জানত যে ওয়াক্তের আগে বা ওয়াক্তের শুরুতে সালাতের জন্য গমনের মধ্যে কী আছে, তাহলে তারা এজন্য প্রতিযোগিতা করত। আর যদি তারা জানত যে, ইশার ও ফজরের সালাতের মধ্যে কী আছে, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও এই দুই সালাতে উপস্থিত হত।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجدوا إلا أن يستهموا لاستهموا عليه ولو يعلمون ما في التهجير لاستبقوا إليه ولو يعلمون ما في العتمة والصبح لأتوهما ولو حبوا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৪৬
আযান ও মুয়াযযিনগণের মর্যাদা
(৩৪৬) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ মুয়াযযিনের আযানের সর্বশেষ সীমা পর্যন্ত তাকে ক্ষমা করে দেন এবং আর্দ্র ও শুষ্ক (প্রাণি ও জড়) যা কিছু তার আযানের শব্দ শোনে সবাই তার জন্য ক্ষমা প্রার্থনা করে।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: يغفر الله للمؤذن منتهى أذانه ويستغفر له كل رطب ويابس سمع صوته
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান