ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৭৩
বসে অথবা দাঁড়িয়ে পেশাব করা
(২৭৩) আয়িশা রা. বলেন, যদি কেউ তোমাদেরকে বলে যে, রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে পেশাব করতেন তাহলে তোমরা তা সত্য বলে মানবে না। তিনি বসে ছাড়া পেশাব করতেন না।
عن عائشة رضي الله عنها قالت: من حدثكم أن رسول الله صلى الله عليه وسلم بال قائما فلا تصدقوه ما كان يبول إلا جالسا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৭৪
বসে অথবা দাঁড়িয়ে পেশাব করা
(২৭৪) উমার রা. বলেন, ইসলাম গ্রহণের পর থেকে আমি দাঁড়িয়ে পেশাব করি নি।
عن عمر رضي الله عنه قال: ما بلت قائما منذ أسلمت

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৭৫
বসে অথবা দাঁড়িয়ে পেশাব করা
(২৭৫) হুযাইফা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক এলাকার আবর্জনার স্থানে গমন করেন। অতঃপর তিনি দাঁড়িয়ে পেশাব করেন।
عن حذيفة رضي الله عنه قال: أتى النبي صلى الله عليه وسلم سباطة قوم فبال قائما

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২৭৫
বসে অথবা দাঁড়িয়ে পেশাব করা
(২৭৫) হুযাইফা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক এলাকার আবর্জনার স্থানে গমন করেন। অতঃপর তিনি দাঁড়িয়ে পেশাব করেন ।
عن حذيفة رضي الله عنه قال: أتى النبي صلى الله عليه وسلم سباطة قوم فبال قائما

তাহকীক:
তাহকীক চলমান
