ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৩৪
ঋতুবতী মহিলা ও যৌনতাপ্রসূত নাপাক ব্যক্তি সালাত আদায় করবে না
(২৩৪) আলকামা ইবন আবী আলকামা বলেন, আমার আম্মা আয়িশা রা.র খাদেমা ছিলেন। তিনি বলেছেন, মেয়েরা উম্মুল মুমিনীন আয়িশা রা.র নিকট তাদের ব্যবহৃত প্যাড বা কাপড়ের টুকরা তুলা-সহ পাঠিয়ে দিতেন, যে তুলায় তাদের রক্তের হলদেটে নমুনা থাকত । তারা জানতে চাইতেন যে, এই অবস্থায় সালাত আদায় শুরু করব কিনা । তিনি বলতেন, তোমরা ব্যস্ত হবে না বা তাড়াহুড়ো করবে না। একেবারে চুনের মতো সাদা না দেখা পর্যন্ত অপেক্ষা করবে। অর্থাৎ যখন ব্যবহৃত তুলায় রক্তের কোনো প্রকার ছাপ থাকবে না, বরং একেবারে সাদা দেখা যাবে তখনই ঋতুস্রাব থেকে পবিত্র হয়েছ বলে বুঝবে।
عن علقمة بن أبي علقمة، عن أمه، مولاة عائشة أم المؤمنين أنها قالت: كان النساء يبعثن إلى عائشة بالدرجة فيها الكرسف، فيه الصفرة من دم الحيضة، يسألنها عن الصلاة. فتقول لهن: لا تعجلن حتى ترين القصة البيضاء. تريد بذلك الطهر من الحيضة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান