ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৯৬
ভূপৃষ্ঠ মুমিনের জন্য পবিত্রকারী
(১৯৬) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমাকে পাঁচটি বিষয় প্রদান করা হয়েছে, যা আমার পূর্বে অন্য কাউকে দেওয়া হয় নি । (এগুলির মধ্যে তিনি বলেছেন), আমার জন্য যমিনকে মসজিদ ও পবিত্রকারী বানিয়ে দেওয়া হয়েছে।
عن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: أعطيت خمسا لم يعطهن أحد قبلي وفيه: وجعلت لي الأرض مسجدا وطهورا.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৯৭
ভূপৃষ্ঠ মুমিনের জন্য পবিত্রকারী
(১৯৭) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার জন্য প্রত্যেক পবিত্র যমিনকে মসজিদ ও পবিত্রকারী বানিয়ে দেওয়া হয়েছে।
عن أنس رضي الله عنه مرفوعا: جعلت لي كل أرض طيبة مسجدا وطهورا.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৯৮
ভূপৃষ্ঠ মুমিনের জন্য পবিত্রকারী
(১৯৮) হুযাইফা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সকল যমিন আমাদের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে এবং যমিনের মাটিকে আমাদের জন্য পবিত্রকারী বানিয়ে দেওয়া হয়েছে, যদি আমরা পানি না পাই । (মুসলিম) ।
عن حذيفة رضي الله عنه مرفوعا: جعلت لنا الأرض كلها مسجدا وجعلت تربتها لنا طهورا إذا لم تجد الماء.

তাহকীক:
তাহকীক চলমান
