ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯৮
ডানদিক থেকে শুরু করা, ধারাবাহিকতা ও পরম্পরা রক্ষা করা মুসতাহাব
(৯৮) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জুতা পরিধান, চুল আঁচড়ানো, পবিত্রতা অর্জন এবং তাঁর সকল কর্মে ডানদিক থেকে শুরু করা পছন্দ করতেন । (বুখারি ও মুসলিম)।
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يعجبه التيمن في تنعله وترجله وطهوره وفي شأنه كله.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৯৯
ডানদিক থেকে শুরু করা, ধারাবাহিকতা ও পরম্পরা রক্ষা করা মুসতাহাব
(৯৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা যখন ওযু করবে তখন ডানদিক থেকে শুরু করবে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا توضأتم فابدعوا بميامنكم

তাহকীক:
তাহকীক চলমান
