ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৮৮
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
একবার মাথা মাসাহ করা
(৮৮) আলী রা. রাসূলুল্লাহ (ﷺ) এর ওযুর বিবরণ দিয়ে বলেন, ‘এবং তিনি একবার মাত্র মাথা মাসাহ করেন'।
كتاب الطهارة
عن علي رضي الله عنه في صفة وضوئه صلى الله عليه وسلم قال: ومسح برأسه واحدة
tahqiq

তাহকীক: