ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১- সামগ্রিক মূলনীতিসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২৬
- সামগ্রিক মূলনীতিসমূহ
যে ব্যক্তির অপরাধ লেখা হয় না
(২৬) আয়িশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে (তাদের অপরাধ লেখা হয় না): ১. ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুম থেকে জাগ্রত না হয়, ২. অপ্রাপ্ত বয়স্ক শিশু যতক্ষণ সে বালিগ বা প্রাপ্তবয়স্ক না হয় এবং ৩. পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে জ্ঞান বা চেতনা ফিরে না পায়।
كتاب الجامع
عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال: رفع القلم عن ثلاثة: عن النائم حتى يستيقظ وعن الصغير حتّى يكبر وعن المجنون حتى يعقل أو يفيق.
তাহকীক:
হাদীস নং: ২৭
- সামগ্রিক মূলনীতিসমূহ
যে ব্যক্তির অপরাধ লেখা হয় না
(২৭) আলী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, তুমি কি জান না যে, তিনব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে: ১. পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে চেতনা ফিরে না পায়, ২. অপ্রাপ্ত বয়স্ক শিশু যতক্ষণ সে বালিগ বা প্রাপ্তবয়স্ক না হয় এবং ৩. ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুম থেকে জাগ্রত না হয় ।
كتاب الجامع
عن علي رضي الله عنه أنه قال: ألم تعلم أن القلم رفع عن ثلاثة: المجنون حتى يفيق وعن الصبي حتّى يدرك وعن النائم حتى يستيقظ.
তাহকীক: