ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১- সামগ্রিক মূলনীতিসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২১
- সামগ্রিক মূলনীতিসমূহ
হাদীস প্রচারের গুরুত্ব ও রাসূলুল্লাহ (ﷺ) এর নামে মিথ্যা বলার অবৈধতা
(২১) আব্দুল্লাহ ইবন আমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা প্রচার করো। তোমরা বনী ইসরাঈল থেকে বর্ণনা করতে পার, এতে অসুবিধা নেই । যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা বলবে তার আবাসস্থল হবে জাহান্নাম।
كتاب الجامع
عن عبد الله بن عمرو رضي الله عنهما مرفوعا: بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده
من النّار.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২২
- সামগ্রিক মূলনীতিসমূহ
হাদীস প্রচারের গুরুত্ব ও রাসূলুল্লাহ (ﷺ) এর নামে মিথ্যা বলার অবৈধতা
(২২) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহান আল্লাহ উজ্জ্বল করুন সেই ব্যক্তির মুখ যে আমাদের কোনো কিছু শ্রবণ করে এবং অবিকল যেভাবে শুনেছে সেভাবেই তা প্রচার করে।
كتاب الجامع
عن ابن مسعود رضي الله عنه مرفوعا: نضر الله امرأ سمع منا شيئا فبلغه كما سمع.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩
- সামগ্রিক মূলনীতিসমূহ
হাদীস প্রচারের গুরুত্ব ও রাসূলুল্লাহ (ﷺ) এর নামে মিথ্যা বলার অবৈধতা
(২৩) যাইদ ইবন সাবিত রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহান আল্লাহ উজ্জ্বল করুন সেই ব্যক্তির মুখ, যে আমাদের কোনো হাদীস শ্রবণ করে, মুখস্থ করে এবং তারপর অন্যের কাছে তা প্রচার করে।
كتاب الجامع
عن زيد بن ثابت رضي الله عنه مرفوعا: نضر الله امرأ سمع منا حديثا فحفظه حتى يبلغه غيره
tahqiq

তাহকীক: