মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৬২৯২

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ - এ উম্মতের [উম্মতে মুহাম্মাদী (সা.)-এর] সাওয়াবের বিবরণ
৬২৯২। হযরত মুআবিয়া ইবনে কুররাহ্ (রাঃ) তাঁহার পিতা হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সিরিয়াবাসীগণ যখন নষ্ট হইয়া যাইবে, তখন আর তোমাদের মধ্যে কোন কল্যাণ থাকিবে না। আর আমার উম্মতের একদল লোক হামেশা কিয়ামত পর্যন্ত দুশমনের উপর বিজয়ী থাকিবে। যাহারা তাঁহাদের সাহায্য করিবে না তাহারা উহাদের কোন ক্ষতি সাধন করিতে পারিবে না।
ইবনুল মাদীনী (রহঃ) বলেন, ইঁহারা হইলেন মুহাদ্দেসীনের জমাআত। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান, সহীহ।
ইবনুল মাদীনী (রহঃ) বলেন, ইঁহারা হইলেন মুহাদ্দেসীনের জমাআত। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান, সহীহ।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৬২৯৩

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ - এ উম্মতের [উম্মতে মুহাম্মাদী (সা.)-এর] সাওয়াবের বিবরণ
৬২৯৩। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তাআলা আমার উম্মতের ভুল-ভ্রান্তিসমূহ মাফ করিয়া দিয়াছেন এবং সেই কাজটিও মাফ করিয়া দিয়াছেন, যেই কাজটি তাহাদের দ্বারা জবরদস্তিমূলক করান হয়। —ইবনে মাজাহ্ ও বায়হাকী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৬২৯৪

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ - এ উম্মতের [উম্মতে মুহাম্মাদী (সা.)-এর] সাওয়াবের বিবরণ
৬২৯৪। হযরত বাহয ইবনে হাকীম তাঁহার পিতা হইতে, তিনি তাঁহার দাদা হইতে বর্ণনা করিয়াছেন, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছেন যে, তিনি আল্লাহর কালাম— كُنْتُمْ خير أُمَّةٍ أًّخرجت للنَّاس এই আয়াতের ব্যাখ্যায় বলিয়াছেন, তোমরাই সত্তরতম উম্মতকে পরিপূর্ণ করিলে। তোমরাই সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ্ তা'আলার দৃষ্টিতে সর্বাপেক্ষা উত্তম ও মর্যাদাবান উম্মত। —তিরমিযী, ইবনে মাজাহ ও দারেমী এবং ইমাম তিরমিযী বলিয়াছেন, হাদীসটি হাসান।

তাহকীক:
তাহকীক চলমান