মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬২৮৩
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - এ উম্মতের [উম্মতে মুহাম্মাদী (সা.)-এর] সাওয়াবের বিবরণ
৬২৮৩। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেনঃ অতীত জাতিসমূহের সহিত তোমাদের জীবনের তুলনা হইল, আসরের নামাযের সময় হইতে সূর্যাস্ত পর্যন্ত। প্রকৃতপক্ষে তোমাদের এবং ইহুদী ও নাসারাদের উদাহরণ হইল ঐ ব্যক্তির ন্যায়, যে শ্রমিকদিগকে কাজে নিযুক্ত করিল এবং তাহাদিগকে বলিল, তোমাদের মধ্যে কে এক এক কীরাতের (বিশেষ মুদ্রা) বিনিময়ে দ্বি-প্রহর পর্যন্ত আমার কাজ করিবে? ফলে ইহুদীরা দ্বিপ্রহর পর্যন্ত এক এক কীরাতের শর্তে কাজ করিল। অতঃপর ঐ ব্যক্তি আবার বলিল, তোমাদের মধ্যে কে এক এক কীরাতের বিনিময়ে বিগ্রহর হইতে আসর পর্যন্ত আমার কাজ করিবে? এইবার খৃষ্টানরা দ্বিপ্রহর হইতে আসর পর্যন্ত এক এক কীরাতের বিনিময়ে কাজ করিল। লোকটি অতঃপর বলিল, তোমাদের কে আসর হইতে সূর্যাস্ত পর্যন্ত দুই দুই কীরাতের বিনিময়ে আমার কাজ করিবে। জানিয়া রাখ! সেই লোক তোমরাই, যাহারা আসরের নামায হইতে সূর্যাস্ত পর্যন্ত কাজ করিবে এবং জানিয়া রাখ। পারিশ্রমিক তোমাদের জন্য দ্বিগুণ। ইহাতে ইহুদী এবং নাসারা উভয় দল ভীষণভাবে রাগান্বিত হইল এবং বলিল, আমাদের কাজ বেশী এবং পারিশ্রমিক কম। তখন আল্লাহ্ তা'আলা বলিলেন: আমি কি তোমাদের পাওনা হক সম্পর্কে সামান্যটুকুও যুলম করিয়াছি। তাহারা বলিল, না। অতঃপর আল্লাহ্ তা'আলা বলিলেন, ইহা আমার অনুগ্রহ, যাহাকে ইচ্ছা দান করি। -বুখারী
كتاب المناقب
بَاب ثَوَاب هَذِه الْأمة: الْفَصْل الأول
عَنِ ابْنِ عُمَرَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّمَا أَجَلُكُمْ فِي أَجَلِ مَنْ خَلَا مِنَ الْأُمَمِ مَا بَيْنَ صَلَاةِ الْعَصْرِ إِلَى مَغْرِبِ الشَّمْسِ وَإِنَّمَا مَثَلُكُمْ وَمَثَلُ الْيَهُودِ وَالنَّصَارَى كَرَجُلٍ اسْتَعْمَلَ عُمَّالًا فَقَالَ: من يعْمل إِلَى نِصْفِ النَّهَارِ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ فَعَمِلَتِ الْيَهُودُ إِلَى نِصْفِ النَّهَارِ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ ثُمَّ قَالَ: مَنْ يَعْمَلُ لِي مِنْ نِصْفِ النَّهَارِ إِلَى صَلَاةِ الْعَصْرِ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ فَعَمِلَتِ النَّصَارَى مِنْ نِصْفِ النَّهَارِ إِلَى صَلَاةِ الْعَصْرِ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ. ثُمَّ قَالَ: مَنْ يَعْمَلُ لِي مِنْ صَلَاةِ الْعَصْرِ إِلَى مَغْرِبِ الشَّمْسِ عَلَى قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ؟ أَلَا فَأَنْتُمُ الَّذِينَ يَعْمَلُونَ مِنْ صَلَاةِ الْعَصْرِ إِلَى مَغْرِبِ الشَّمْسِ أَلَا لَكُمُ الْأَجْرُ مَرَّتَيْنِ فَغَضِبَتِ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالُوا: نَحْنُ أَكْثَرُ عَمَلًا وَأَقَلُّ عَطَاءً قَالَ الله تَعَالَى: هَل ظَلَمْتُكُمْ مِنْ حَقِّكُمْ شَيْئًا؟ قَالُوا: لَا. قَالَ اللَّهُ تَعَالَى: فَإِنَّهُ فَضْلِي أُعْطِيهِ مَنْ شِئْتُ . رَوَاهُ البُخَارِيّ
হাদীস নং: ৬২৮৪
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - এ উম্মতের [উম্মতে মুহাম্মাদী (সা.)-এর] সাওয়াবের বিবরণ
৬২৮৪। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন আমার উম্মতের মধ্যে আমার প্রতি অত্যধিক মহব্বত পোষণকারী লোক তাহারাই হইবে, যাহারা আমার পরে জন্মগ্রহণ করিবে। তাহাদের কেহ এই আকাঙ্ক্ষা রাখিবে, যদি সে আমাকে দেখিতে পায়, তাহা হইলে আমার জন্য নিজেদের পরিবার-পরিজন ও মাল-সম্পদ কোরবান করিয়া দিবে। -মুসলিম
كتاب المناقب
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ مِنْ أَشَدِّ أمتِي لي حُبَّاً نَاسا يَكُونُونَ بَعْدِي يَوَدُّ أَحَدُهُمْ لَوْ رَآنِي بِأَهْلِهِ وَمَاله» . رَوَاهُ مُسلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬২৮৫
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - এ উম্মতের [উম্মতে মুহাম্মাদী (সা.)-এর] সাওয়াবের বিবরণ
৬২৮৫। হযরত মুআবিয়া (রাঃ) বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, আমার উম্মতের একদল লোক সর্বদা আল্লাহর হুকুমের উপর কায়েম থাকিবে। যাহারা তাহাদিগকে লাঞ্ছিত করিতে চাহিবে এবং যাহারা তাহাদের বিরোধিতা করিবে, ইহারা তাহাদের কোন ক্ষতি করিতে পারিবে না, এমন কি তাহারা কিয়ামত পর্যন্ত এই অবস্থায় বিদ্যমান থাকিবেন। —মোত্তাঃ
كتاب المناقب
وَعَن مُعَاوِيَة قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَزَالُ مِنْ أُمَّتِي أُمَّةٌ قَائِمَةٌ بِأَمْرِ اللَّهِ لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ وَلَا مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ وَهُمْ عَلَى ذَلِكَ» . مُتَّفَقٌ عَلَيْهِ وَذُكِرَ حَدِيثُ أَنَسٍ «إِنَّ مِنْ عِبَادِ الله» فِي «كتاب الْقصاص»
tahqiq

তাহকীক: