মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৬২৭১

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - ইয়ামান ও শাম (সিরিয়া) দেশের বর্ণনা এবং উওয়াইস করানী-এর আলোচনা
৬২৭১। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোআ করিলেন হে আল্লাহ্। আমাদের জন্য আমাদের শাম দেশে বরকত দান করুন। হে আল্লাহ্! আমাদের জন্য আমাদের ইয়ামন দেশে বরকত দান করুন। তখন সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্। আমাদের নজদের জন্যও (দো'আ করুন)। তিনি আবারও বলিলেনঃ হে আল্লাহ্। আমাদের জন্য আমাদের শাম দেশে বরকত দান করুন। হে আল্লাহ্! আমাদের জন্য আমাদের ইয়ামন দেশে বরকত দান করুন। এইবারও সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্। আমাদের নজদের জন্যও (দো'আ করুন)। (বর্ণনাকারী ইবনে ওমর বলেন, আমার ধারণা, তিনি তৃতীয়বারে বলিলেন, তথায় তো ভূকম্পন এবং ফেতনা রহিয়াছে এবং তথা হইতে শয়তানের শিং উদিত হইবে। -বুখারী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৬২৭২

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ - ইয়ামান ও শাম (সিরিয়া) দেশের বর্ণনা এবং উওয়াইস করানী-এর আলোচনা
৬২৭২। হযরত আনাস (রাঃ) হযরত যায়দ ইবনে সাবেত (রাঃ) হইতে বর্ণনা করেন যে, নবী (ﷺ) ইয়ামন দেশের দিকে তাকাইয়া দো'আ করিলেন, হে আল্লাহ্! ইয়ামনবাসীদের অন্তর আমাদের দিকে ফিরাইয়া দাও এবং আমাদের জন্য আমাদের সা' ও মুদের মধ্যে বরকত দান কর। – তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৬২৭৩

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ - ইয়ামান ও শাম (সিরিয়া) দেশের বর্ণনা এবং উওয়াইস করানী-এর আলোচনা
৬২৭৩। হযরত যায়দ ইবনে সাবেত (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ শাম (সিরিয়া) দেশের জন্য মুবারকবাদ! আমরা জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্। ইহার কারণ কি? তিনি বলিলেন, আল্লাহর (রহমতের) ফিরিশতাগণ উহার উপর নিজেদের পাখা প্রসারিত করিয়া রাখিয়াছেন। — আহমদ ও তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান