মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৬০১৮
details icon

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ - সাহাবায়ি কিরাম (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০১৮। হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, আমি আমার পরওয়ারদেগারকে আমার ওফাতের পর আমার সাহাবীদের মধ্যে মতবিরোধ সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। তিনি ওহীর মাধ্যমে আমাকে জানাইয়া দিলেন, হে মুহাম্মাদ। আমার নিকট তোমার সাহাবীদের মর্যাদা হইল–আসমানের তারকারাজির ন্যায়। উহার একটি আরেকটি হইতে অধিক উজ্জ্বল। অথচ প্রত্যেকটির মধ্যে আলো রহিয়াছে। সুতরাং তাহাদের (সাহাবীদের) মতভেদ হইতে যেকোন ব্যক্তি কোন একটি অভিমত গ্রহণ করিবে, সে আমার কাছে হেদায়তের উপর প্রতিষ্ঠিত। হযরত ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আরও বলিয়াছেন, আমার সাহাবীগণ হইলেন তারকারাজির সদৃশ। অতএব, তোমরা তাহাদের যে কাহাকেও অনুকরণ করিবে হেদায়ত পাইবে। —রাযীন

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৬০১৯
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক (রাঃ) -এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০১৯। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেন লোকদের মধ্যে নিজস্ব সম্পদ ও সাহচর্য দ্বারা আমার প্রতি সর্বাধিক এহসান করিয়াছেন আবু বকর। আর বুখারীতে أبو بكر এর স্থলে أبا بكر রহিয়াছে। যদি আমি কাহাকেও বন্ধুরূপে গ্রহণ করিতাম, তাহা হইলে আবু বকরকেই বন্ধুরূপে গ্রহণ করিতাম, কিন্তু তাহার সাথে ইসলামী ভ্রাতৃত্ব ও (দ্বীনী) মহব্বত রহিয়াছে। (অতঃপর তিনি ঘোষণা দিলেন,) মসজিদে আবু বকর-এর দরজা ব্যতীত আর কোন দরজা যেন অবশিষ্ট না থাকে। অপর এক রেওয়ায়তে আছে--- [নবী (ছাঃ) বলিয়াছেন,] যদি আমি আমার রব ব্যতীত আর কাহাকেও বন্ধুরূপে গ্রহণ করিতাম, তাহা হইলে আবু বকরকেই আমি বন্ধুরূপে গ্রহণ করিতাম। -মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান