মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৫৬৯২

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ - জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা
৫৬৯২। হাসান বসরী (রহঃ) বলেন, হযরত আবু হোরায়রা (রাঃ) আমাদিগকে রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলিয়াছেনঃ কিয়ামতের দিন সূর্য ও চন্দ্রকে দুইটি পনীরের আকৃতি বানাইয়া দোযখে নিক্ষেপ করা হইবে। তখন হাসান বসরী জিজ্ঞাসা করিলেন, তাহাদের অপরাধ কি? জবাবে আবু হোরায়রা বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে এই সম্পর্কে যাহাকিছু শুনিয়াছি, তাহাই বর্ণনা করিলাম (ইহার অধিক কিছু আমি জানি না)। এই কথা শুনার পর হাসান বসরী নীরব হইয়া গেলেন। —বায়হাকী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫৬৯৩

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ - জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা
৫৬৯৩। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ হতভাগ্য ছাড়া কোন ব্যক্তি দোযখে প্রবেশ করিবে না। জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ্ ! হতভাগ্য কে? তিনি বলিলেন; যে আল্লাহ্ তা'আলার সন্তুষ্টি লাভের জন্য আনুগত্য করে না এবং তাঁহার নাফরমানীর কাজ পরিত্যাগ করে না। ——ইবনে মাজাহ্

তাহকীক:
তাহকীক চলমান