মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৫৫২৭
details icon

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ - শিঙ্গায় ফুৎকার
৫৫২৭। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমি কিভাবে আরাম-আয়েশে থাকিতে পারি? অথচ শিঙ্গাওয়ালা (হযরত ইস্রাফীল) শিঙ্গা মুখে দাবাইয়া রাখিয়াছেন, কান ঝুঁকাইয়া রাখিয়াছেন, মাথা নত করিয়া রাখিয়াছেন। তিনি শুধু এই প্রতীক্ষায় রহিয়াছেন যে, উহাতে ফুঁক দেওয়ার জন্য কখন নির্দেশ দেওয়া হয়? এই কথা শুনিয়া লোকেরা বলিল, ইয়া রাসূলাল্লাহ্! যখন অবস্থা এইরূপই, তাহা হইলে আমাদিগকে কি করিতে নির্দেশ দেন ? তিনি বলিলেন ; তোমরা حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيْلُ (অর্থাৎ, আল্লাহ্ই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কার্য-নির্বাহক) পড়িতে থাক। —তিরমিযী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৫৫২৮
details icon

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ - শিঙ্গায় ফুৎকার
৫৫২৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ (কোরআনে বর্ণিত সূর) উহা একটি শিং, যাহাতে একসময় ফুৎকার দেওয়া হইবে। —তিরমিযী, আবু দাউদ ও দারেমী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান