মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৫১৫২
details icon

পরিচ্ছেদঃ ২২. তৃতীয় অনুচ্ছেদ - ভালো কাজের আদেশ
৫১৫২। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মহাপরাক্রমশালী আল্লাহ্ তা'আলা হযরত জিবরাঈল (আঃ)-কে নির্দেশ দিলেন যে, অমুক অমুক শহরকে উহার অধিবাসীসমেত উল্টাইয়া দাও। তিনি বলিলেনঃ হে রব! উহাদের মধ্যে তো তোমার অমুক এক বান্দা আছে, যে মুহূর্তের জন্যও তোমার নাফরমানী করে নাই। হুযূর (ﷺ) বলেনঃ তখন আল্লাহ্ তা'আলা বলিলেনঃ তাহার ও উহাদের সকলের উপরই শহরটিকে উল্টাইয়া দাও। কারণ, তাহার সম্মুখে পাপাচার হইতে দেখিয়া মুহূর্তের জন্যও তাহার চেহারা মলিন হয় নাই ।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৫১৫৩
details icon

পরিচ্ছেদঃ ২২. তৃতীয় অনুচ্ছেদ - ভালো কাজের আদেশ
৫১৫৩। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মহাক্ষমতাশালী আল্লাহ্ কিয়ামতের দিন কোন বান্দাকে জিজ্ঞাসা করিবেনঃ তোমার কি হইয়াছিল, যখন তুমি কোন মন্দ কাজ হইতে দেখিয়াছিলে তখন উহাতে বাধা দিলে না? রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ তখন তাহাকে উহার জওয়াব শিখাইয়া দেওয়া হইবে। সুতরাং সে বলিবে; আয় রব! আমি লোকদের ভয় করিয়াছিলাম এবং তোমার (দয়ার) প্রত্যাশায় ছিলাম।—হাদীস তিনটি বায়হাকী শোআবুল ঈমানে বর্ণনা করিয়াছেন

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৫১৫৪
details icon

পরিচ্ছেদঃ ২২. তৃতীয় অনুচ্ছেদ - ভালো কাজের আদেশ
৫১৫৪। হযরত আবু মুসা আশ'আরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সেই পবিত্র সত্তার কসম! যাঁহার হাতে মুহাম্মাদ (ﷺ)-এর প্রাণ। কিয়ামতের দিন নেকী ও বদী উভয়টিকে (বিশেষ আকৃতিতে) মানুষের সম্মুখে স্থাপন করা হইবে। অতঃপর ‘নেকী’ উহার আমলকারীকে সুসংবাদ প্রদান করিবে এবং কল্যাণের প্রতিশ্রুতি দিবে। আর 'বদী' তাহার আমলকারীকে বলিবে—দূর হও, দূর হও। অথচ তাহারা দূরে সরিয়া যাওয়ার শক্তি পাইবে না; বরং তাহারা উহার সহিত জড়াইয়া যাইবে। —আমদ ও বায়হাকী শোআবুল ঈমানে

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান