মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৪৬৬৭
details icon

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - অনুমতি প্রার্থনা
৪৬৬৭। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, একদা হযরত আবু মুসা (আশ'আরী [রাঃ]) আমাদের কাছে আসিয়া বলিলেন, হযরত উমর (রাঃ) আমাকে ডাকিয়া পাঠাইয়াছিলেন। সেই মতে আমি তাহার বাড়ীতে গেলাম এবং (প্রবেশের অনুমতির উদ্দেশ্যে) তিনবার সালাম করিলাম। কিন্তু তিনি সালামের জবাব দেন নাই, তাই আমি ফিরিয়া আসিলাম। পরে হযরত উমর (রাঃ) আমাকে (কৈফিয়তের সুরে) জিজ্ঞাসা করিলেন, আমার কাছে আসিতে তোমাকে কিসে বাধা দিয়াছিল ? আমি বলিলাম, আমি অবশ্যই আপনার বাড়ীতে গিয়াছিলাম এবং বাড়ীর দরজায় দাঁড়াইয়া তিনবার সালামও করিয়াছিলাম। কিন্তু আপনারা আমার সালামের জওয়াব দেন নাই, তাই আমি ফিরিয়া আসিয়াছি। কেননা, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন । তোমাদের কেহ তিনবার অনুমতি চাওয়ার পরও যদি অনুমতি না পায়, সে যেন ফিরিয়া আসে। তখন হযরত উমর (রাঃ) বলিলেন, এই কথার উপর তুমি প্রমাণ পেশ কর। আবু সাঈদ (রাঃ) বলেন, তখন আমি আবু মুসা (রাঃ)-এর সাথে হযরত উমর (রাঃ)-এর নিকট গেলাম এবং সাক্ষ্য দিলাম (যে, হাদীসটি সহীহ)। — মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৬৬৮
details icon

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - অনুমতি প্রার্থনা
৪৬৬৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন: আমার পক্ষ থেকে তোমাকে অনুমতি দেওয়া হইল যে, তুমি দরজার পর্দা উঠাইবে এবং (অন্দরে প্রবেশ করিবে); আর আমার গোপন কথাবার্তা শুনিবে যাবৎ না আমি তোমাকে নিষেধ করি। —মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৬৬৯
details icon

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - অনুমতি প্রার্থনা
৪৬৬৯। হযরত জাবের (রাঃ) বলেন, আমার পিতার কিছু ঋণের ব্যাপারে একবার আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলাম এবং দরজায় করাঘাত করিলাম। তিনি বলিলেন কে? বলিলাম, 'আমি'। তখন তিনি বলিলেন: 'আমি, আমি, যেন তিনি আমার এইরূপ জওয়াব পছন্দ করিলেন না। মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৬৭০
details icon

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - অনুমতি প্রার্থনা
৪৬৭০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একদা আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে (গৃহে প্রবেশ করিলাম এবং তিনি দুধভর্তি একটি পেয়ালা দেখিতে পাইলেন। তখন তিনি আমাকে হে আবু হিরর (আবু হুরায়রার সংক্ষেপ) সম্বোধন করিয়া বলিলেন সুফ্ফাবাসীদের নিকট যাও এবং তাহাদিগকে আমার কাছে ডাকিয়া আন। আবু হুরায়রা বলেন, আমি গেলাম এবং তাহাদিগকে ডাকিয়া আনিলাম। তাহারা আসিলেন এবং প্রবেশের অনুমতি চাহিলেন। তিনি তাহাদিগকে অনুমতি প্রদান করিলেন, পরে তাহারা প্রবেশ করিলেন। -বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান