মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২০- জিহাদের বিধানাবলী অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৪০৫৫
- জিহাদের বিধানাবলী অধ্যায়
১১. প্রথম অনুচ্ছেদ - ফাই (বিনাযুদ্ধে প্রাপ্ত শত্রুদের সম্পদ)-এর বর্ণনা
৪০৫৫। হযরত মালেক ইবনে আওস ইবনে হাদাসান (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, হযরত ওমর (রাঃ) বলিয়াছেন যে, আল্লাহ্ তা'আলা এই ফায় জিনিসটি বিশেষভাবে তাহার রাসুলের জন্য নির্দিষ্ট করিয়া দিয়াছেন, যাহার এখতিয়ার অন্য কাহাকেও প্রদান করেন নাই। - অতঃপর তিনি এই আয়াতটি পাঠ করিলেন, অর্থ: “আর আল্লাহ্ তা'আলা তাঁহার রাসূলকে ফায় হিসাবে (বিনাযুদ্ধে যাহাকিছু প্রদান করিয়াছেন, ইহার জন্য তোমরা ঘোড়া বা সেনাবাহিনী পরিচালনা কর নাই। বরং আল্লাহ্ তা'আলা তাঁহার রাসুলগণকে যাহার বিরুদ্ধে ইচ্ছা করেন বিজয় দান করেন। বস্তুত আল্লাহ্ পাক সব কিছুর উপরই ক্ষমতাবান।” (সূরায়ে হাশর) ফলকথা, এই সম্পদ ছিল রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষভাবে নির্দিষ্ট। তাই তিনি এই সম্পদ হইতে তাহার পরিবার পরিজনদের পূর্ণ এক বৎসরের খোরপোষ আদায় করিতেন এবং অবশিষ্ট যাহা থাকিত তাহা সদকার মালের ক্ষেত্রে খরচ করিতেন। -মোত্তাঃ
كتاب الجهاد
بَابُ الْفَيْءِ: الْفَصْل الأول
عَن مالكِ بن أوْسِ بنِ الحَدَثانِ قَالَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ: إِنَّ اللَّهَ قَدْ خَصَّ رَسُولَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْفَيْءِ بِشَيْءٍ لَمْ عطه أحدا غيرَه ثُمَّ قَرَأَ (مَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِنْهُم)
إِلى قولِه (قديرٌ)
فكانتْ هَذِه خَالِصَة لرَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنْفِقُ عَلَى أَهْلِهِ نَفَقَةَ سَنَتِهِمْ مِنْ هَذَا الْمَالِ. ثُمَّ يَأْخُذُ مَا بَقِيَ فَيَجْعَلُهُ مَجْعَلَ مَالِ اللَّهِ
إِلى قولِه (قديرٌ)
فكانتْ هَذِه خَالِصَة لرَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنْفِقُ عَلَى أَهْلِهِ نَفَقَةَ سَنَتِهِمْ مِنْ هَذَا الْمَالِ. ثُمَّ يَأْخُذُ مَا بَقِيَ فَيَجْعَلُهُ مَجْعَلَ مَالِ اللَّهِ
তাহকীক:
হাদীস নং: ৪০৫৬
- জিহাদের বিধানাবলী অধ্যায়
১১. প্রথম অনুচ্ছেদ - ফাই (বিনাযুদ্ধে প্রাপ্ত শত্রুদের সম্পদ)-এর বর্ণনা
৪০৫৬। হযরত ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, বনী নাযীরের সম্পদসমূহ সেই সমস্ত সম্পদের মধ্যে পরিগণিত, যাহা আল্লাহ্ তা'আলা তাহার রাসূলকে ফায় হিসাবে দান করিয়াছেন। উহা হাসিল করিতে মুসলমানেরা ঘোড়াও দৌড়ায় নাই এবং সেনাবাহিনীও পরিচালনা করে নাই। সুতরাং উহা ছিল রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষভাবে নির্ধারিত। তিনি এই সম্পদ হইতে তাহার পরিজনের পুরা এক বৎসরের খোরপোষে ব্যয় করিতেন। অতঃপর অবশিষ্ট যাহা থাকিত, আল্লাহর রাস্তায় জেহাদের প্রস্তুতি হিসাবে অস্ত্রাদি ও জানোয়ার খরিদ করার কাজে ব্যয় করিতেন। -মোত্তাঃ
كتاب الجهاد
وَعَن عمر قَالَ: كَانَتْ أَمْوَالُ بَنِي النَّضِيرِ مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِمَّا لَمْ يُوجِفِ الْمُسْلِمُونَ عَلَيْهِ بِخَيْلٍ وَلَا رِكَابٍ فَكَانَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِصَة يُنْفِقُ عَلَى أَهْلِهِ نَفَقَةَ سَنَتِهِمْ ثُمَّ يَجْعَلُ مَا بَقِيَ فِي السِّلَاحِ وَالْكُرَاعِ عُدَّةً فِي سَبِيل الله
তাহকীক: