মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২০- জিহাদের বিধানাবলী অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩৯৩৫

পরিচ্ছেদঃ ৩. দ্বিতীয় অনুচ্ছেদ - কাফির রাষ্ট্রপ্রধানদের নিকট পত্র প্রেরণ ও ইসলামের প্রতি আহবান
৩৯৩৫। হযরত ইছামুল মুযানী (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদিগকে একটি সৈন্যদলে প্রেরণ করিলেন এবং (যাইবার সময়) এই উপদেশ দিলেন, যখন তোমরা মসজিদ দেখিতে পাও কিংবা মুয়াযযিনের আযান শুন, তখন কাহাকেও হত্যা করিও না। (অর্থাৎ, সেখানে লড়াই করিও না।) — তিরমিযী ও আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৯৩৭

পরিচ্ছেদঃ ৪. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা
৩৯৩৭। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, ওহুদের যুদ্ধের দিন এক ব্যক্তি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিল, আচ্ছা বলুন তো, আমি যদি নিহত হই, তাহা হইলে আমার ঠিকানা কোথায় হইবে? হুযুর (ছাঃ) বলিলেন: জান্নাতে। তখন সে তাহার হাতের খেজুরগুলি (যাহা সে খাইতেছিল) ছুঁড়িয়া ফেলিয়া দিল এবং জেহাদের ময়দানে ঝাপাইয়া পড়িল, অবশেষে শহীদ হইয়া গেল। মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান