মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৩৬৬১
details icon

পরিচ্ছেদঃ প্রশাসন ও বিচার পর্ব:
প্রথম অনুচ্ছেদ
৩৬৬১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যেই ব্যক্তি আমার আনুগত্য করিল, সে যেন আল্লাহর আনুগত্য করিল। আর যে ব্যক্তি আমার নাফরমানী করিল, বস্তুতঃ সে আল্লাহর নাফরমানী করিল। আর যে ব্যক্তি আমীরের (শাসকের) আনুগত্য করিল, সে আমারই আনুগত্য করিল। আর যে লোক আমীরের নাফরমানী করিল, সে যেন আমারই নাফরমানী করিল। প্রকৃতপক্ষে ইমাম বা শাসক হইলেন ঢালস্বরূপ, তাঁহার পশ্চাতে থাকিয়া যুদ্ধ করা হয় এবং তাহার দ্বারা (বিপদ-আপদ হইতে) নিরাপদে থাকা যায়। সুতরাং যেই শাসক বা ইমাম খোদার প্রতি ভয়-ভীতি রাখিয়া তাহার বিধান মোতাবেক শাসন চালায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে, ইহার বিনিময়ে সে সওয়াব ও প্রতিদান লাভ করিবে। কিন্তু যদি সে উহার বিপরীত কোন কথা বলিল বা কোন কাজ করিল, তাহা হইলে উহার গুনাহ্। এবং সাজাও তাহার উপর বর্তিবে। মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান