মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৭- কিসাসের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৩৫৪৭
details icon

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে
৩৫৪৭। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) ছোট একটি সেনাদলকে 'খাসআম' গোত্রের দিকে অভিযানে পাঠাইলেন। উক্ত গোত্রের কিছুসংখ্যক লোক আত্মরক্ষার জন্য সদায় রত হইয়া পড়িল। কিন্তু সেনাদল (তাহাদের সজ্দার দিকে ভ্রুক্ষেপ না করিয়াই) তড়িৎ বেগে তাহাদিগকে হত্যা করিয়া ফেলিল। পরে নবী (ﷺ)-এর কাছে এই সংবাদ পৌঁছিলে তিনি নিহত ব্যক্তিদের ওয়ারিসদিগকে অর্ধেক দিয়ত (রক্তমূল্য) আদায় করিবার জন্য নির্দেশ দিলেন এবং বলিলেনঃ যে সমস্ত মুসলমান কাফেরদের মাঝে বসবাস করে, আমার উপর তাহাদের সম্পর্কে কোন দায়িত্ব নাই। সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন কেন, ইয়া রাসূলাল্লাহ্? হুযূর বলিলেন, কেননা, তাহাদের উচিত ছিল যে, এতো দূরে দূরে অবস্থান করে, যেন একজন অপরজনের আগুন পর্যন্ত দেখিতে না পায়। –আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩৫৪৮
details icon

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে
৩৫৪৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, নবী (ﷺ) বলিয়াছেনঃ ঈমান কোন লোককে হঠাৎ কতল করা হইতে বিরত রাখে। সুতরাং কোন মু'মিন যেন কোন লোককে হঠাৎ কতল না করিয়া ফেলে। –আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩৫৪৯
details icon

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে
৩৫৪৯। হযরত জারীর (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যখন কোন বান্দা শিরকের দিকে পালাইয়া যায়, তখন তাহার খুন হালাল।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩৫৫০
details icon

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে
৩৫৫০। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত, এক ইহুদী মহিলা নবী (ﷺ)-কে গাল-মন্দ করিত এবং তাঁহার দোষ-ত্রুটি বাহির করিয়া তাঁহাকে তিরস্কার করিত। জনৈক ব্যক্তি ইহা শুনিয়া তাহার গলা চিপিয়া ধরিল, ফলে সে মরিয়াই গেল। কিন্তু নবী (ﷺ) তাহার রক্তমূল্য মাফ করিয়া দিলেন। –আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩৫৫১
details icon

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে
৩৫৫১। হযরত জুনদুব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ জাদুকরের শরয়ী শাস্তি হইল তাহাকে তলোয়ারের দ্বারা হত্যা করা। —তিরমিযী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩৫৫২
details icon

পরিচ্ছেদঃ ৪. তৃতীয় অনুচ্ছেদ - মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে
৩৫৫২। হযরত উসামা ইবনে শারীক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে কোন ব্যক্তি বৈধ সরকারের (খলীফার) বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিয়া আমার উম্মতের মধ্যে বিভেদ-বিচ্ছিন্নতা সৃষ্টি করে, তাহাকে কতল করিয়া ফেল। – নাসায়ী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান