মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৭- কিসাসের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩৫৩২

পরিচ্ছেদঃ ৩. তৃতীয় অনুচ্ছেদ - সম্মিলিত কসম
৩৫৩২। হযরত রাফে' ইবনে খাদীজ (রাঃ) বলেন, আনসারীদের এক লোককে খায়বর এলাকায় নিহত অবস্থায় পাওয়া গিয়াছে। (হত্যাকারীর সন্ধান নাই।) তাহার ওয়ারিসগণ নবী (ﷺ)-এর খেদমতে হাযির হইয়া ঘটনাটি জানাইল। তখন হুযূর (ﷺ) তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের এমন দুইজন সাক্ষী আছে কি যাহারা তোমাদের সঙ্গীর হত্যাকারী সম্পর্কে সাক্ষ্য দিতে পারে? তাহারা বলিল, হে আল্লাহর রাসূল! ঘটনাস্থলে মুসলমানদের কেহই উপস্থিত ছিল না। আর ইহুদীরা (এমন বজ্জাত) ইহার চেয়েও বিরাট মারাত্মক ঘটনা ঘটাইতেও বেপরোয়া। তখন হুযূর (ﷺ) বলিলেনঃ তাহা হইলে তোমরা তাহাদের মধ্য হইতে পঞ্চাশজন লোককে নির্বাচন করিয়া তাহাদের নিকট হইতে কসম লইয়া লও। কিন্তু তাহারা ইহুদীদের নিকট হইতে কসম লইতে অস্বীকার করিল; অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) নিজের তরফ হইতে দিয়ত আদায় করিয়া দিলেন ৷ —আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান