মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৫- গোলাম আযাদ করা সম্পর্কিত - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৩৩৮৩
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৩৩৮৩। হযরত আবু যর গেফারী (রাঃ) বলিয়াছেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলাম, কোন্ কাজ সবচাইতে উত্তম? তিনি বলিলেনঃ আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাঁহার পথে জেহাদ করা। আবু যর (রাঃ) বলেন, আমি পুনরায় জিজ্ঞাসা করিলাম, কোন্ ধরনের ক্রীতদাসকে মুক্ত করা উত্তম? তিনি বলিলেন, যাহার মূল্য অধিক এবং যে তাহার প্রভুর নিকট বেশী প্রিয়। আমি আবার জিজ্ঞাসা করিলাম, যদি আমি এইরূপ করিতে সক্ষম না হই, (তাহা হইলে কি করিব ?) তিনি বলিলেন, কোন কর্মজীবীকে সাহায্য করিবে অথবা কোন অদক্ষ নির্বোধ ব্যক্তির কার্য সমাধা করিয়া দিবে। আমি পুনরায় জানিতে চাহিলাম, যদি আমি এই কাজও করিতে সক্ষম না হই, (তখন কি করিব?) তিনি বলিলেন, তুমি কোন মানুষের ক্ষতি করিবে না। কেননা, ইহাও একটি সদকা, যাহা তুমি নিজের জন্য করিতে পার। -মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান