মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩২৯৫
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১২. প্রথম অনুচ্ছেদ - তিন তালাকপ্রাপ্তা রমণীর বর্ণনা
৩২৯৫। বিবি আয়েশা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রেফাআ কুরাযীর স্ত্রী আসিয়া বলিল, “হুযূর, আমি রেফাআর নিকট ছিলাম। সে আমাকে তালাক দেয় এবং শেষ করিয়া দেয়। ইহার পর আমি আব্দুর রহমান ইবনে যুবায়রকে স্বামীরূপে গ্রহণ করি, কিন্তু তাহার নিকট কাপড়ের গোছার ন্যায় (নরম পুরুষাঙ্গ) ব্যতীত কিছুই নাই।” হুযূর জিজ্ঞাসা করিলেন, “তবে কি তুমি রেফাআর নিকট ফিরিয়া যাইতে চাহ ?” সে বলিল, “হ্যাঁ।” তিনি বলিলেন, না, পার না, যাবৎ না তুমি আব্দুর রহমানের মধুর স্বাদ গ্রহণ কর আর সে তোমার মধুর স্বাদ গ্রহণ করে (অতঃপর সে তোমাকে ছাড়িয়া দেয় বা মরিয়া যায়)। — মোত্তাঃ
كتاب النكاح
بَابُ الْمُطَلَّقَةِ ثَلَاثًا: الْفَصْل الأول
عَنْ عَائِشَةَ قَالَتْ: جَاءَتِ امْرَأَةُ رِفَاعَةَ الْقُرَظِيِّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: إِنِّي كُنْتُ عِنْدَ رِفَاعَةَ فَطَلَّقَنِي فَبَتَّ طَلَاقِي فَتَزَوَّجْتُ بَعْدَهُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزُّبَيْرِ وَمَا مَعَهُ إِلَّا مِثْلُ هُدْبَةِ الثَّوْبِ فَقَالَ: «أَتُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ؟» قَالَتْ: نَعَمْ قَالَ: «لَا حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ وَيَذُوقَ عُسَيْلَتَكِ»