মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩২০৩

পরিচ্ছেদঃ ৭. প্রথম অনুচ্ছেদ - মোহর
৩২০৩। হযরত আবু সালামা (রাঃ) বলেন, আমি বিবি আয়েশাকে জিজ্ঞাসা করিলাম, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের মহর কত ছিল? তিনি বলিলেন, তাঁহার বিবিদের মহর সাড়ে বার উকিয়া ছিল। যাহার পরিমাণ হইল পাঁচশত দেরহাম। —মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩২০৪

পরিচ্ছেদঃ ৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মোহর
৩২০৪। হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেন, সাবধান! তোমরা নারীদের মহর বাড়াইও না। কেননা, উহা যদি দুনিয়াতে সম্মানের এবং আখেরাতে আল্লাহর নিকট তাকওয়ার বিষয় হইত, তবে তোমাদের অপেক্ষা সেই ব্যাপারে নবী করীম (ﷺ)-ই অধিক উপযোগী ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ্ (ﷺ) বার উকিয়ার বেশী দিয়া তাঁহার কোন বিবিকে বিবাহ করিয়াছেন অথবা তাঁহার কোন কন্যাকে বিবাহ দিয়াছেন বলিয়া আমার জানা নাই। —আহমদ, তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ্ ও দারেমী

তাহকীক:
তাহকীক চলমান