মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৩১৯৪
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - (স্বামী-স্ত্রীর) সহবাস
৩১৯৪। সেই হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে আপন স্ত্রীর মলদ্বারে সহবাস করিবে, আল্লাহ্ তাহার প্রতি (রহমতের) নজর করিবেন না। —শরহে সুন্নাহ্
كتاب النكاح
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الَّذِي يَأْتِي امْرَأَتَهُ فِي دُبُرِهَا لَا يَنْظُرُ اللَّهُ إِلَيْهِ» . رَوَاهُ فِي شرح السّنة
তাহকীক:
হাদীস নং: ৩১৯৫
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - (স্বামী-স্ত্রীর) সহবাস
৩১৯৫। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ (কিয়ামতে) আল্লাহ্ সে ব্যক্তির দিকে দৃষ্টি করিবেন না, যে কোন পুরুষ বা নারীর মলদ্বার ব্যবহার করিয়াছে। —তিরমিযী
كتاب النكاح
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَنْظُرُ اللَّهُ إِلَى رَجُلٍ أَتَى رَجُلًا أَوِ امْرَأَةً فِي الدبر» . رَوَاهُ التِّرْمِذِيّ
তাহকীক:
হাদীস নং: ৩১৯৬
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - (স্বামী-স্ত্রীর) সহবাস
৩১৯৬। হযরত আসমা বিনতে ইয়াযীদ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, তোমরা গুপ্তভাবে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। কেননা, 'গীলা' আরোহীর উপর প্রভাব বিস্তার করে এবং তাহাকে ঘোড়া হইতে ফেলিয়া দেয়। –আবু দাউদ
كتاب النكاح
وَعَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ سِرًّا فَإِنَّ الْغَيْلَ يُدْرِكُ الْفَارِسَ فيدعثره عَن فرسه» . رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক: