মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩১৪১

পরিচ্ছেদঃ ৩. প্রথম অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৪১। হযরত আয়েশা (রাঃ) বলেন, এক স্ত্রীলোককে তাহার আনসারী স্বামীর গৃহে পাঠান হইলে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (স্ত্রী পক্ষকে) বলিলেনঃ তোমাদের সাথে কি আমোদ-প্রমোদের কিছু নাই? আনসারদের তো আমোদ-প্রমোদ ভাল লাগে। —বোখারী।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩১৪২

পরিচ্ছেদঃ ৩. প্রথম অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৪২। সেই হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাওয়াল মাসে বিবাহ করিয়াছেন এবং শাওয়াল মাসেই আমাকে তাঁহার ঘরে নিয়াছেন। তথাপিও আমা অপেক্ষা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী তাহার নিকট অধিক আদরণীয়া ছিলেন কি? – মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩১৪৩

পরিচ্ছেদঃ ৩. প্রথম অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৪৩। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যেসকল শর্ত তোমাদের পূর্ণ করা উচিত, তন্মধ্যে সর্বোপযোগী শর্ত হইল যদ্দ্বারা তোমরা লজ্জাস্থানকে হালাল কর (অর্থাৎ, বিবাহের শর্ত)। — মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩১৪৪

পরিচ্ছেদঃ ৩. প্রথম অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৪৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ কোন ব্যক্তি যেন তাহার (মুসলমান) ভাইয়ের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয়, যাবৎ না সে বিবাহ করে অথবা ছাড়িয়া যায়। মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩১৪৫

পরিচ্ছেদঃ ৩. প্রথম অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৪৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন কোন নারী যেন তাহার ভগ্নীর তালাক না চায়, যাহাতে সে ভগ্নীর পেয়ালা খালি করে আর নিজের পেয়ালা ভর্তি করে। কেননা, তাহার উহাই ঘটিবে যাহা তাহার তকদীরে রহিয়াছে। —মোত্তা

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩১৪৬

পরিচ্ছেদঃ ৩. প্রথম অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৪৬। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 'শেগারাকে নিষেধ করিয়াছেন; আর 'শেগার' হইল এক ব্যক্তি তাহার কন্যাকে অপর ব্যক্তির নিকট এই শর্তে বিবাহ দিবে যে, অপর ব্যক্তি তাহার কন্যাকে ইহার নিকট বিবাহ দিবে। অথচ তাহাদের মধ্যে ইহাছাড়া মহর নির্ধারিত হইবে না। -মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩১৪৭

পরিচ্ছেদঃ ৩. প্রথম অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৪৭। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খায়বর যুদ্ধের দিন 'মোতা' বিবাহ করিতে ও গৃহপালিত গাধার গোশত খাইতে নিষেধ করিয়াছেন। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩১৪৮

পরিচ্ছেদঃ ৩. প্রথম অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৪৮। হযরত সালামা ইবনে আকওয়া (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওতাস যুদ্ধের বৎসর তিন দিনের জন্য 'মোতা' বিবাহ করিতে অনুমতি দিয়াছিলেন; অতঃপর উহা নিষেধ করিয়া দিয়াছেন। —মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান