মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩০৩৬

পরিচ্ছেদঃ ১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - কুড়িয়ে পাওয়া দ্রব্য-সামগ্রী
৩০৩৬। হযরত আমর ইবনে শোআয়ব তাঁহার বাপ ও দাদা পরম্পরায় রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে বর্ণনা করেন, গাছে লটকিয়া আছে এমন ফল সম্পর্কে তাঁহাকে জিজ্ঞাসা করা হইল। তিনি বলিলেনঃ যদি কোন ক্ষুধার্ত হাজতমন্দ লোক উহা হইতে কিছু খায় তাহাতে তাহার উপর কিছুই নাই, যদি আঁচলে ভরিয়া কিছু না লইয়া যায়। হ্যাঁ, যদি উহার কিছু লইয়া যায়, তবে তাহার উপর দুই গুণ দণ্ড বর্তিবে, তদুপরি সাজাও হইবে, (অবশ্য হাত কাটা যাইবে না। কিন্তু) যে উহার কিছু চুরি করিবে খলায় স্থান দেওয়ার পর, যাহার মূল্য হয় একটি ঢালের, তাহার হাত কাটা যাইবে। এখানে আমরের দাদা হারানো উট ও ছাগলের উল্লেখ করেন যেভাবে অন্যেরা উল্লেখ করিয়াছেন। তিনি আরও বলিয়াছেন যে, হুযুরকে জিজ্ঞাসা করা হইল হারানো জিনিস সম্পর্কেও। তখন তিনি বলিলেন, যাহা আবাদ রাস্তায় অথবা আবাদ বস্তিতে পাওয়া যায়, আর উহার জন্য সে একবছর শোহরত করে, অতঃপর যদি উহার মালিক আসে, তবে তো উহা তাহাকে দিয়া দিবে, আর যদি উহার মালিক না আসে, তবে উহা তোমার হইবে। আর যাহা বিরান জায়গায় পাওয়া যায় তাহাতে এবং মাটিতে প্রোথিত গুপ্তধনের এক-পঞ্চমাংশ বায়তুল মালে দিতে হইবে (এবং বাকীটা তোমার হইবে)। —নাসায়ী। আবু দাউদ 'হারানো জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা হইল' হইতে শেষ পর্যন্ত।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩০৩৭

পরিচ্ছেদঃ ১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - কুড়িয়ে পাওয়া দ্রব্য-সামগ্রী
৩০৩৭। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত আছে, একবার হযরত আলী (রাঃ) একটি হারানো দীনার পাইলেন এবং উহা হযরত ফাতেমা (রাঃ)-কে দিলেন। অতঃপর (অর্থাৎ, শোহরতের পর) সে সম্পর্কে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করিলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ ইহা আল্লাহর প্রদত্ত রিযিক। সুতরাং ইহা হইতে স্বয়ং রাসূলুল্লাহ্ (ﷺ)ও খাইলেন এবং হযরত আলী ও ফাতেমাও খাইলেন। এইরূপ হওয়ার পর একটি স্ত্রীলোক দীনারের সন্ধানে আসিল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, আলী! তাহার দীনার আদায় করিয়া দাও। –আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩০৩৮

পরিচ্ছেদঃ ১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - কুড়িয়ে পাওয়া দ্রব্য-সামগ্রী
৩০৩৮। হযরত জারূদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মুসলমানের হারানো জিনিস আগুনের স্ফুলিঙ্গস্বরূপ (যে উহার জন্য শোহরত না করে)। —দারেমী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩০৩৯

পরিচ্ছেদঃ ১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - কুড়িয়ে পাওয়া দ্রব্য-সামগ্রী
৩০৩৯। হযরত ইয়ায ইবনে হেমার (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন হারানো বস্তু পায়, সে যেন এক কি দুই জন ন্যায়বান লোককে সে সম্পর্কে সাক্ষী করে এবং উহা গোপন ও গায়েব না করে, অতঃপর যদি উহার মালিককে পায় এবং তাহাকে উহা ফিরাইয়া দেয়। নচেৎ উহা আল্লাহর মাল, তিনি যাহাকে চাহেন। তাহাকে দেন। —আহমদ, আবু দাউদ ও দারেমী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩০৪০

পরিচ্ছেদঃ ১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - কুড়িয়ে পাওয়া দ্রব্য-সামগ্রী
৩০৪০। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ছড়ি, চাবুক, রশি ও এইগুলির ন্যায় (নগণ্য) জিনিস— যাহা কোন ব্যক্তি উঠায়, উহার দ্বারা নিজে উপকার লাভ করিতে আমাদিগকে অনুমতি দিয়াছেন। —আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান