মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩০৩২

পরিচ্ছেদঃ ১৭. তৃতীয় অনুচ্ছেদ - হাদিয়া (উপহার) ও হিবার (অনুদান) প্রসঙ্গে
৩০৩২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে দেখিয়াছি, যখন তাঁহার নিকট কোন নূতন ফল আনা হইত, তিনি উহা আপন চক্ষে ও ওষ্ঠে লাগাইতেন এবং বলিতেন, আয় আল্লাহ্, যেভাবে তুমি আমাদিগকে ইহার প্রথমটি দেখাইয়াছ সেভাবে ইহার শেষটিও দেখাইও। অতঃপর উহা তাঁহার নিকট যেসকল ছেলে থাকিত তাহাদিগকে দিতেন। —বায়হাকী দাওয়াতে কবীরে

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩০৩৩

পরিচ্ছেদঃ ১৮. প্রথম অনুচ্ছেদ - কুড়িয়ে পাওয়া দ্রব্য-সামগ্রী
৩০৩৩। হযরত যায়দ ইবনে খালেদ (রাঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া হারানোপ্রাপ্তি সম্পর্কে জিজ্ঞাসা করিল। তিনি বলিলেন: উহার থলি ও মুখবন্ধন চিনিয়া লইবে। অতঃপর এক বছরকাল উহার শোহরত করিবে। ইত্যবসরে যদি উহার মালিক আসে (তবে তো ভাল), নচেৎ তোমার ইচ্ছা (দান কর বা খাও)। আবার সে জিজ্ঞাসা করিল, তবে হারানো ছাগল ? তিনি বলিলেন, উহা তোমার, না হয় তোমার ভাইয়ের (মালিকের), না হয় নেকড়ে বাঘের। সে পুনঃ জিজ্ঞাসা করিল, তবে হারানো উট ? তিনি বলিলেন, উহাতে তোমার মাথা ঘামাইবার কি আছে? উহার সাথে উহার মশক ও জুতা রহিয়াছে —উহা পানিতে নামিয়া পানি এবং গাছের কাছে যাইয়া পাতা খাইবে—অবশেষে উহার মালিক উহাকে পাইয়া যাইবে। —মোত্তাঃ
মুসলিমের এক বর্ণনায় আছে—তিনি বলিলেন, উহার শোহরত করিবে এক বছরকাল এবং উহার মুখবন্ধন ও থলি চিনিয়া রাখিবে। অতঃপর (যদি মালিক না আসে) তুমি উহা ব্যয় করিবে। তারপর যদি মালিক আসে তাহাকে উহা দিয়া দিবে।
মুসলিমের এক বর্ণনায় আছে—তিনি বলিলেন, উহার শোহরত করিবে এক বছরকাল এবং উহার মুখবন্ধন ও থলি চিনিয়া রাখিবে। অতঃপর (যদি মালিক না আসে) তুমি উহা ব্যয় করিবে। তারপর যদি মালিক আসে তাহাকে উহা দিয়া দিবে।

তাহকীক:
তাহকীক চলমান