মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ২৯৯০

পরিচ্ছেদঃ ১৪. তৃতীয় অনুচ্ছেদ - ভাড়ায় প্রদান ও শ্রম বিক্রি
২৯৯০। হযরত ওবাদা ইবনে সামেত (রাঃ) বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্ ! এক ব্যক্তি—যাহাকে আমি লেখা এবং কোরআন শিক্ষা দিয়াছিলাম, সে আমার জন্য একটি ধনুক উপহার পাঠাইয়াছে, যাহা মূল্যবান কোন মাল নহে, সুতরাং আমি কি উহাতে করিয়া জেহাদে তীর মারিতে পারি? তিনি বলিলেন, যদি তুমি দোযখের শিকল গলায় পরিতে ভালবাস, তবে তাহা গ্রহণ করিতে পার। –আবু দাউদ ও ইবনে মাজাহ্

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৯৯১

পরিচ্ছেদঃ ১৫. প্রথম অনুচ্ছেদ - অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা
২৯৯১। হযরত আয়েশা (রাঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন যে এমন যমীন আবাদ করিয়াছে যাহা কাহারও মালিকানায় নহে সে-ই উহার হকদার। তাবেয়ী ওরওয়া ইবনে যুবায়র বলেন, হযরত ওমরও তাঁহার খেলাফতকালে এই হুকুম দিয়াছিলেন। (সুতরাং ইহা মানসুখ নহে।) — বোখারী

তাহকীক:
তাহকীক চলমান