মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ২৮৯৩

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - খাদ্যদ্রব্য গুদামজাত করা
২৮৯৩। হযরত ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ আমদানিকারক লাভবান হইবে। পক্ষান্তরে গুদামজাতকারী অভিশপ্ত হইবে। —ইবনে মাজাহ্ ও দারেমী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৮৯৪

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - খাদ্যদ্রব্য গুদামজাত করা
২৮৯৪। হযরত আনাস (রাঃ) বর্ণনা করিয়াছেন, নবী করীম (ﷺ)-এর আমলে এক সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি পাইল। লোকগণ অনুরোধ করিল—ইয়া রাসূলাল্লাহ্! দ্রব্যমূল্য নির্ধারিত করিয়া দিন। নবী করীম (ﷺ) বলিলেনঃ মূল্যের গতি আল্লাহ্ তাআলার তরফ হইতেই নির্ধারিত হইয়া থাকে। সঙ্কীর্ণতা ও প্রশস্ততা আনয়নকারী একমাত্র তিনিই এবং তিনিই রিযিকদাতা। সদা আমার এই চেষ্টাই থাকিবে, আমি যেন আল্লাহ্র দরবারে এই অবস্থায় উপস্থিত হই যে, আমার উপর তোমাদের কাহারও প্রতি কোন যুলুম-অন্যায়ের দাবী না থাকে—জানের বা মালের। —তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ্ ও দারেমী

তাহকীক:
তাহকীক চলমান