মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ২৮৮৪

পরিচ্ছেদঃ ৭. প্রথম অনুচ্ছেদ - অগ্রিম বিক্রয় করা এবং বন্ধক রাখা
২৮৮৪। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদীর নিকট হইতে কিছু খাদ্যবস্তু বাকী ক্রয় করিয়াছিলেন এবং (মূল্য বাকী থাকায় উহার জন্য) তাহার লৌহবর্ম ঐ ইহুদীর নিকট বন্ধক রাখিয়াছিলেন। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৮৮৫

পরিচ্ছেদঃ ৭. প্রথম অনুচ্ছেদ - অগ্রিম বিক্রয় করা এবং বন্ধক রাখা
২৮৮৫। হযরত আয়েশা (রাঃ)-ই বলিয়াছেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহধম ত্যাগ করাকালে তাঁহার লৌহবর্ম প্রায় তিন মণ যবের মূল্যের জন্য এক ইহুদীর নিকট বন্ধক ছিল। – বোখারী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৮৮৬

পরিচ্ছেদঃ ৭. প্রথম অনুচ্ছেদ - অগ্রিম বিক্রয় করা এবং বন্ধক রাখা
২৮৮৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : আরোহণের পশু বন্ধক রাখা হইলে উহার উপর আরোহণ করা যাইবে, তবে উহার ব্যয়ভারও বহন করিতে হইবে। দুগ্ধবতী পশু বন্ধক রাখা হইলে উহার দুগ্ধ দোহন করা যাইবে, তবে উহার ব্যয়ভারও বহন করিতে হইবে। আরোহণের এবং দুগ্ধপানের স্বত্ব যাহার, তাহাকেই ব্যয়ভার বহন করিতে হইবে। -বোখারী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৮৮৭

পরিচ্ছেদঃ ৭. দ্বিতীয় অনুচ্ছেদ - অগ্রিম বিক্রয় করা এবং বন্ধক রাখা
২৮৮৭। তাবেয়ী হযরত সায়ীদ ইবনে মুসাইয়্যাব (রঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ রেহেন বা বন্ধক রাখা বন্ধকী বস্তু হইতে উহার মালিককে স্বত্বহীন করে না। ঐ বস্তুর আয়-উৎপন্নের অধিকারী সে-ই হইবে এবং তাহারই উপর বর্তিবে উহার (ব্যয় বহন ও) ক্ষয়-ক্ষতি। —শাফেয়ী

তাহকীক:
তাহকীক চলমান