মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ২৮৭৮
details icon

পরিচ্ছেদঃ ৬. প্রথম অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয়ের শর্তসমূহ
২৮৭৮। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিয়াছেন—মুক্ত করা সূত্রের উত্তরাধিকার স্বত্বকে (অগ্রিম) বিক্রি করা হইতে এবং উহা (অগ্রিম) দান করা হইতে। — মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৮৭৯
details icon

পরিচ্ছেদঃ ৬. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয়ের শর্তসমূহ
২৮৭৯। মাখলাদ ইবনে খোফাফ (রঃ) বলিয়াছেন, আমি একটি ক্রীতদাস ক্রয় করিয়া ছিলাম এবং উহার দ্বারা কিছু উপার্জনও করাইয়াছিলাম। অতঃপর উহার মধ্যে একটি দোষ। সম্পর্কে আমি অবগত হইলাম এবং শাসনকর্তা ওমর ইবনে আব্দুল আজীজের নিকট আমি উহার অভিযোগ দায়ের করিলাম। তিনি বিচার করিলেন যে, আমি উহাকে ফেরত দিতে পারিব, অবশ্য উহা দ্বারা যাহাকিছু উপার্জন করাইয়াছি তাহাও আমার ফেরত দিতে হইবে।
আমি তাবেয়ী ওরওয়া (রঃ)-এর নিকট আসিয়া তাঁহাকে এই রায় জ্ঞাত করিলাম। তিনি বলিলেন, আমি বিকাল বেলায়ই শাসনকর্তার নিকট যাইব এবং তাঁহাকে অবহিত করিব—আয়েশা (রাঃ) আমার নিকট বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এই শ্রেণীর ঘটনায় রায় দান করিয়াছেন যে, উপার্জিত আয় (উপার্জনকারীর রক্ষণাবেক্ষণের) ব্যয়ে গণ্য করা হইবে।
ওরওয়া (রঃ) বিকালেই হযরত ওমর ইবনে আব্দুল আজীজের নিকট গেলেন (এবং উক্ত হাদীস তাঁহাকে শুনাইলেন)। সেমতে তিনি (পুনঃ) বিচার করিলেন যে, উক্ত উপার্জন যাহাকে দেওয়ার জন্য তিনি পূর্ব রায়ে আমাকে আদেশ করিয়াছিলেন, তাহার নিকট হইতে উহা আমি ফেরত লইব। —শরহে সুন্নাহ্

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান