মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ২৭৫৮
details icon

পরিচ্ছেদঃ ১৫. তৃতীয় অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৫৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে (হজ্জের সফরে) বলিতে শুনিয়াছি, তখন তিনি আকীক উপত্যকায় ছিলেন—এই রাতে আমার পরওয়ারদেগারের তরফ হইতে আমার নিকট এক আগমনকারী আগমন করেন এবং বলেন, আপনি এই মোবারক উপত্যকায় (দুই রাকআত নফল) নামায পড়ুন এবং উহাকে উমরাসহ এক হজ্জ গণ্য করুন। অপর বর্ণনায় আছে, উমরা ও হজ্জ গণ্য করুন। —বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান