মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ২৬৫৫

পরিচ্ছেদঃ ৯. প্রথম অনুচ্ছেদ - হজের কার্যাবলীতে আগ-পিছ করা বৈধতা প্রসঙ্গে
২৬৫৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনুল আস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে মিনাতে লোক সমক্ষে আসিয়া দাঁড়াইলেন, যাহাতে লোক তাঁহাকে মাসআলা জিজ্ঞাসা করিতে পারে। সুতরাং এক ব্যক্তি আসিয়া বলিল, হুযুর! আমি না জানিয়া কোরবানী করার পূর্বে মাথা মুড়াইয়া ফেলিয়াছি। হুযূর বলিলেন : তাহাতে কোন গোনাহ হইবে না, এখন কোরবানী কর। অতঃপর আরেক ব্যক্তি আসিয়া বলিল, হুযূর ! আমি না জানিয়া কঙ্কর মারার পূর্বে কোরবানী করিয়া ফেলিয়াছি। হুযূর বলিলেন, তাহাতে গোনাহ হইবে না; এখন কঙ্কর মার। মোটকথা, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন বিষয় আগে করা হইয়াছে বা পরে করা হইয়াছে বলিয়া জিজ্ঞাসা করা হইলেই তিনি বলিতেন, তাহাতে কোন গোনাহ হইবে না, এখন কর। —মোত্তাঃ। কিন্তু মুসলিমের এক বর্ণনায় আছে—এক ব্যক্তি তাঁহার নিকট আসিয়া বলিল, হুযুর! আমি কঙ্কর মারার আগে মাথা মুড়াইয়াছি। তিনি বলিলেন, তাহাতে গোনাহ হইবে না, এখন কঙ্কর মার। অতঃপর আরেক ব্যক্তি আসিয়া বলিল, আমি কঙ্কর মারার আগে 'তওয়াফুল ইফাযা' করিয়াছি। তিনি বলিলেন, তাহাতে কোন গোনাহ হইবে না, এখন কঙ্কর মার।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৬৫৬

পরিচ্ছেদঃ ৯. প্রথম অনুচ্ছেদ - হজের কার্যাবলীতে আগ-পিছ করা বৈধতা প্রসঙ্গে
২৬৫৬। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, নবী করীম (ﷺ)-কে কোরবানীর দিন মিনায় কোন ব্যতিক্রমের কথা জিজ্ঞাসা করা হইলে তিনি বলিতেনঃ ইহাতে কোন গোনাহ হইবে না। এ সময় এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, হুযূর ! আমি কাঁকর মারিয়াছি সন্ধ্যার পর। তিনি বলিলেন, তাহাতে কোন গোনাহ হইবে না। —বুখারী

তাহকীক:
তাহকীক চলমান