মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ২৫৯২

পরিচ্ছেদঃ ৪. প্রথম অনুচ্ছেদ - আরাফায় অবস্থান প্রসঙ্গে
২৫৯২। (তাবেয়ী) মুহাম্মাদ ইবনে আবু বকর সাকাফী হইতে বর্ণিত আছে যে, তিনি একবার হযরত আনাস ইবনে মালেক (রাঃ)-কে জিজ্ঞাসা করিলেন, তখন তাঁহারা উভয়ে ভোরে মিনা হইতে আরাফাতের দিকে যাইতেছিলেন, আপনারা এই দিনে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করিতেন? তিনি বলিলেন, আমাদের মধ্যে যে 'তালবিয়া' বলিতে চাহিত, তালবিয়া বলিত, অথচ ইহাতে তাহার প্রতি কোন আপত্তি করা হইত না। এইরূপে আমাদের মধ্যে যে তকবীর বলিতে চাহিত, সে তকবীর বলিত, অথচ ইহাতে তাহার প্রতি কোন আপত্তি করা হইত না। মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৫৯৩

পরিচ্ছেদঃ ৪. প্রথম অনুচ্ছেদ - আরাফায় অবস্থান প্রসঙ্গে
২৫৯৩। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : আমি এই জায়গায় কোরবানী করিয়াছি, আর মিনা সমস্তটাই কোরবানীর জায়গা। সুতরাং তোমরা তোমাদের আবাসে কোরবানী কর। আমি ঐ স্থানে অবস্থান করিয়াছি, আর আরাফাত সমস্তটাই অবস্থানের স্থল এবং আমি এই জায়গায় অবস্থান করিয়াছি, আর মুযদালিফা সমস্তটাই অবস্থানের জায়গা। —মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৫৯৪

পরিচ্ছেদঃ ৪. প্রথম অনুচ্ছেদ - আরাফায় অবস্থান প্রসঙ্গে
২৫৯৪। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন এমন কোন দিন নাই যাহাতে আল্লাহ্ তা'আলা আপন বান্দাদের দোযখ হইতে অধিক মুক্তি দিয়া থাকেন আরাফার দিন অপেক্ষা। তিনি সেদিন তাহাদের অতি নিকটে হন এবং তাহাদের লইয়া ফিরিশতাদের নিকট গর্ব করেন এবং বলেন যে, ইহারা কী চায় বল? (আমি তাহাদিগকে তাহা দিব।) — মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান