মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৮- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ২০৯৯
details icon

পরিচ্ছেদঃ ৯. প্রথম অনুচ্ছেদ - ইতিকাফ
২০৯৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কুরআন আবৃত্তি করা হইত প্রত্যেক বৎসর (রমযানে) একবার; কিন্তু যে বৎসর তিনি ইন্তেকাল করিলেন, সে বৎসর আবৃত্তি করা হইল দুইবার। তিনি প্রত্যেক বৎসর এতেকাফ করিতেন দশ দিন; কিন্তু যে বৎসর তিনি ইন্তেকাল করিলেন, সে বৎসর এ'তেকাফ করিলেন বিশ দিন। —বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২১০০
details icon

পরিচ্ছেদঃ ৯. প্রথম অনুচ্ছেদ - ইতিকাফ
২১০০। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ'তেকাফ করিতেন, মসজিদে থাকিয়া আপন শির মোবারক আমার দিকে বাড়াইয়া দিতেন আর আমি উহা আচড়াইয়া দিতাম; কিন্তু তিনি মানাবীয় প্রয়োজন ব্যতীত কখনও ঘরে আসিতেন না। – মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২১০১
details icon

পরিচ্ছেদঃ ৯. প্রথম অনুচ্ছেদ - ইতিকাফ
২১০১। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা হযরত ওমর (রাঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, হুযূর। জাহেলিয়াত যুগে আমি এক রাত্রি মসজিদে হারামে এ'তেকাফ করিব বলিয়া মানস করিয়াছিলাম। হুযূর (ছাঃ) বলিলেনঃ তোমার মানস পূর্ণ কর। -মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২১০২
details icon

পরিচ্ছেদঃ ৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ইতিকাফ
২১০২। হযরত আনাস (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) প্রত্যেক রমযানের শেষ দশক এ'তেকাফ করিতেন; কিন্তু এক বৎসর তিনি তাহা করিতে পারিলেন না। অতঃপর যখন পরবর্তী বৎসর আসিল, তিনি বিশ দিন এ'তেকাফ করিলেন। —তিরমিযী।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান