মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৮- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ২০৯৯
- রোযার অধ্যায়
৯. প্রথম অনুচ্ছেদ - ইতিকাফ
২০৯৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কুরআন আবৃত্তি করা হইত প্রত্যেক বৎসর (রমযানে) একবার; কিন্তু যে বৎসর তিনি ইন্তেকাল করিলেন, সে বৎসর আবৃত্তি করা হইল দুইবার। তিনি প্রত্যেক বৎসর এতেকাফ করিতেন দশ দিন; কিন্তু যে বৎসর তিনি ইন্তেকাল করিলেন, সে বৎসর এ'তেকাফ করিলেন বিশ দিন। —বুখারী
كتاب الصوم
وَعَن أبي هُرَيْرَة قَالَ: كَانَ يعرض على النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقُرْآنَ كُلَّ عَامٍ مَرَّةً فَعَرَضَ عَلَيْهِ مَرَّتَيْنِ فِي الْعَامِ الَّذِي قُبِضَ وَكَانَ يَعْتَكِفُ كُلَّ عَامٍ عَشْرًا فَاعْتَكَفَ عِشْرِينَ فِي الْعَامِ الَّذِي قُبِضَ. رَوَاهُ البُخَارِيّ
তাহকীক:
হাদীস নং: ২১০০
- রোযার অধ্যায়
৯. প্রথম অনুচ্ছেদ - ইতিকাফ
২১০০। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ'তেকাফ করিতেন, মসজিদে থাকিয়া আপন শির মোবারক আমার দিকে বাড়াইয়া দিতেন আর আমি উহা আচড়াইয়া দিতাম; কিন্তু তিনি মানাবীয় প্রয়োজন ব্যতীত কখনও ঘরে আসিতেন না। – মোত্তাঃ
كتاب الصوم
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اعْتَكَفَ أَدْنَى إِلَيَّ رَأَسَهِ وَهُوَ فِي الْمَسْجِدِ فَأُرَجِّلُهُ وَكَانَ لَا يَدْخُلُ الْبَيْتَ إِلَّا لحَاجَة الْإِنْسَان
তাহকীক:
হাদীস নং: ২১০১
- রোযার অধ্যায়
৯. প্রথম অনুচ্ছেদ - ইতিকাফ
২১০১। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা হযরত ওমর (রাঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, হুযূর। জাহেলিয়াত যুগে আমি এক রাত্রি মসজিদে হারামে এ'তেকাফ করিব বলিয়া মানস করিয়াছিলাম। হুযূর (ছাঃ) বলিলেনঃ তোমার মানস পূর্ণ কর। -মোত্তাঃ
كتاب الصوم
وَعَنِ ابْنِ عُمَرَ: أَنَّ عُمَرَ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: كُنْتُ نَذَرْتُ فِي الْجَاهِلِيَّةِ أَنْ أَعْتَكِفَ لَيْلَةً فِي الْمَسْجِد الْحَرَام؟ قَالَ: «فأوف بِنَذْرِك»
তাহকীক:
হাদীস নং: ২১০২
- রোযার অধ্যায়
৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ইতিকাফ
২১০২। হযরত আনাস (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) প্রত্যেক রমযানের শেষ দশক এ'তেকাফ করিতেন; কিন্তু এক বৎসর তিনি তাহা করিতে পারিলেন না। অতঃপর যখন পরবর্তী বৎসর আসিল, তিনি বিশ দিন এ'তেকাফ করিলেন। —তিরমিযী।
كتاب الصوم
عَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْتَكِفُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ فَلَمْ يَعْتَكِفْ عَامًا. فَلَمَّا كَانَ الْعَامُ الْمقبل اعْتكف عشْرين. رَوَاهُ التِّرْمِذِيّ
তাহকীক: