মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৮- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১৯৯৭
- রোযার অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - সওম পর্বের বিক্ষিপ্ত মাস্আলাহ্
১৯৯৭। হযরত ইরবায ইবনে সারিয়া (রাঃ) বলেন, একদা রমযানে রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে সেহরী খাইতে ডাকিলেন এবং বলিলেনঃ আস এই মোবারক খানার দিকে। –আবু দাউদ ও নাসায়ী
كتاب الصوم
وَعَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ قَالَ: دَعَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى السَّحُورِ فِي رَمَضَانَ فَقَالَ: «هَلُمَّ إِلَى الْغَدَاءِ الْمُبَارَكِ» . رَوَاهُ أَبُو دَاوُد والنسائي
তাহকীক:
হাদীস নং: ১৯৯৮
- রোযার অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - সওম পর্বের বিক্ষিপ্ত মাস্আলাহ্
১৯৯৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মু'মিনদের কি উত্তম সেহরী হইল খেজুর। —আবু দাউদ
كتاب الصوم
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نِعْمَ سَحُورُ الْمُؤْمِنَ التَّمْرُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
তাহকীক:
হাদীস নং: ২০০০
- রোযার অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - সওম পবিত্র করা
২০০০। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোযা অবস্থায়ও আমাদের চুম্বন করিতেন ও আমাদের দেহে দেহ মিলাইতেন; কিন্তু তিনি তোমাদের অপেক্ষা অধিকতর সংযমী ছিলেন। (সুতরাং তাহা হইতে ইহার অধিক কিছু ঘটার সম্ভাবনাই ছিল না।) — মোত্তাঃ
كتاب الصوم
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ وَيُبَاشِرُ وَهُوَ صَائِمٌ وَكَانَ أَمْلَكَكُمْ لأربه
তাহকীক: