মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ১৭২২
details icon

পরিচ্ছেদঃ ৭. প্রথম অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা।

মৃত ব্যক্তির জন্য অশ্রু বিসর্জন দেওয়া নিষেধ নহে। চীৎকার করিয়া রোদন করা, বিলাপ করা বা বে-কারারী ও অস্থিরতা প্রকাশ করা নিষেধ। কাহারও মৃত্যুতে বা কোন রকমের বিপদে আল্লাহর প্রতি নারাযী প্রকাশ করা কুফরী।
মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনের প্রতি 'তা'যীয়ত' প্রকাশ করা মোস্তাহাব ও মানবতার পরিচায়ক। তখন তাহাদিগকে সবর করিতে ও ধৈর্য ধরিতে উপদেশ দিতে হয় এবং আল্লাহর কাজের প্রতি রাযী থাকিতে বলিতে হয়। ইহার নাম 'তা'যীয়ত'। 'তা'যীয়ত' তিন দিনের মধ্যেই করিতে হয়, ইহার পরে নহে।
দাফনের পর লোকজনের পক্ষে আপন আপন কাজে চলিয়া যাওয়া উচিত। উহাদের নিকট জড় হইয়া মৃত ব্যক্তির বিষয় আলোচনা করিতে থাকিলে ইহাদের শোক বাড়িয়া যায়, প্রশমিত হইবার সুযোগ পায় না। ইহাদের পক্ষেও শোককে চাপিয়া রাখিয়া কোন না কোন কাজে লাগিয়া যাওয়া বাঞ্ছনীয়। নিষ্ক্রিয়ভাবে মৃত ব্যক্তির কথা ভাবিতে থাকিলে মনোবেদনা বৃদ্ধি পায়। কাহারও পক্ষে মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনকে এমন কথা বলিতে নাই, যাহাতে তাহাদের শোক তাজা হইয়া যায়।
মৃত ব্যক্তির পরিবারের জন্য খানা প্রেরণ করা মোস্তাহাব, কিন্তু তিন দিনের বাহিরে নহে। মানুষ 'তা'যীয়ত' প্রকাশ করুক এ উদ্দেশ্যে মৃত ব্যক্তির কোন আত্মীয়ের পক্ষে বাহিরে যাইয়া বসা উচিত নহে।
১৭২২। হযরত আনাস (রাঃ) বলেন, একদা আমরা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আবু সায়াফ কর্মকারের নিকট পৌঁছিলাম। সে হুযুরের পুত্র ইবরাহীমের ধাত্রীর স্বামী ছিল। রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবরাহীমকে গ্রহণ করিলেন এবং তাহাকে চুম্বন করিলেন ও তাঁহার ঘ্রাণ শুঁকিলেন। ইহার পর আর একবার আমরা তাহার নিকট গেলাম। তখন তিনি (ইবরাহীম) প্রাণত্যাগ করিতেছিলেন। এ সময় রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু অশ্রু বিসর্জন দিতেছিল। ইহা দেখিয়া আব্দুর রহমান ইবনে আওফ তাহাকে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসুলাল্লাহ! আপনিও? তখন হুযুর বলিলেনঃ হে ইবনে আওফ! ইহা হইল দয়া। অতঃপর হুযূর আবার অশ্রু বিসর্জন দিলেন এবং বলিলেন, চক্ষু অশ্রু বিসর্জন দিতেছে এবং অন্তর দুঃখিত হইতেছে, তথাপি আমি প্রকাশ করিতেছি তাহাই যাহাতে আমার পরওয়ারদেগার খুশী থাকেন। (অতঃপর বলিলেন) ইবরাহীম। তোমার বিচ্ছেদে আমরা শোকার্ত। মোত্তা

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান